Hoop VideoHoop Viral

প্রতি মুহূর্তে ঘনিষ্ঠ দৃশ্য, মাখোমাখো রোমান্সে ভরপুর এই ওয়েব সিরিজ একা দেখুন

করোনার পরবর্তীকালে মানুষ যখন ডিজিটাল তখন কিন্তু মানুষ সিনেমা হল ছেড়ে বিনোদনের জন্য অনলাইন মিডিয়াকে নির্ভর করেছিল। গতানুগতিক সিনেমা ছাড়াও অনলাইন প্লাটফর্মে কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করেছিল কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। উল্লু, কোকু, প্রাইম শট এর মত একাধিক প্ল্যাটফর্মে কিন্তু নিয়মিত অ্যাডাল্ট ছবি রিলিজ হয়, আর একবার সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পর তা কিন্তু একেবারে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌছে গেছে। একেবারে উষ্ণতায় পরিপূর্ণ ছবিগুলো নিয়ে প্রায়শই এই প্লাটফর্ম হাজির হন তার অনুরাগীদের কাছে।

বর্তমানে সিনেমা আর সিরিয়ালের পাশাপাশি এখন সাধারন মানুষের বিনোদনের ক্ষেত্রে পরিণত হয়েছে ওয়েব সিরিজ। যা দেখার জন্য মানুষ ভিড় জমায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন OTTপ্ল্যাটফর্মে। প্রত্যেকটি ওয়েব সিরিজ একাধিক বোল্ড দৃশ্যের জন্য সকলের কাছে প্রিয় হয়ে উঠছে। অভিনেতা অভিনেত্রীদের মাখো মাখো রোমান্স দেখেই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন সবাই। যে সমস্ত সাহসী দৃশ্য টেলিভিশনের পর্দায় দেখানো সম্ভব হয় না, সেই সমস্ত সাহসী দৃশ্য এই সমস্ত ওয়েব সিরিজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

দিল দো হল ULLU-তে সবচেয়ে অসাধারণ ওয়েব সিরিজ এর মধ্যে একটি। উল্লুর অসাধারণ এই ওয়েব সিরিজ গুলো কিন্তু সাধারণ মানুষের মনে বেশ দাগ কেটেছে। উল্লুর প্রতিটা ওয়েব সিরিজ যেন একটার থেকে আরেকটা অসাধারণ। সম্প্রতি যে ওয়েব সিরিজ সকলের মনে দাগ কেটেছে সেটি হলো দিল দো। এই অসাধারণ ওয়েব সিরিজটির পরদে পরতের ছড়িয়ে রয়েছে রোমান্স যা দেখে আপনিও কিন্তু অবাক হয়ে যাবেন। চামেলি নামের এক মহিলা প্রেম করে বিয়ে করে। তার স্বামীকে পক্ষাঘাতগ্রস্ত হয়, তিনি শয্যাশায়ী হতে।

তার ইচ্ছার বিপরীতে একটি ফার্মে চাকরি নিতে বাধ্য করা হয়। মালিকের সাথে চামেলির একটা সম্পর্ক নিয়ে গল্প বেশ কিছুটা চলতে থাকে। তবে চামিলি কিছুতেই চাকরি ছাড়তে চায় না। তবে টাকার জন্য কি সে সমস্ত কিছু আপোষ করবে? দেখতে হলে অবশ্যই ট্রেলার টি দেখে নিন।

whatsapp logo

Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক