Hoop Special

কলকাতার কাছাকাছি এক টুকরো গ্রামের পরিবেশ, বাঙালিয়ানার স্বাদ পেতে ঘুরে আসুন সুন্দরগ্রামে

সুন্দর গ্রাম একটি অসাধারণ জায়গা। যা আপনি কলকাতা থেকে সামান্য দূরে একটু গেলেই দেখতে পাবেন। কলকাতা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত, রাজেন্দ্রপুর ইকো ভিলেজ তৈরি হয়েছে। আপাতত পাঁচটি মাটির বাড়ি রয়েছে। সেখানে অতিথি সেবার ব্যবস্থা করা হয়েছে। রয়েছে একটি অসাধারণ কৃত্রিম পুকুর, যেখানে নানান ধরনের মাছ পাওয়া যায়। এছাড়া রয়েছে একেবারে অসাধারণ রাঁধুনিদের দ্বারা রান্না করা অসাধারণ সব বাঙালি রান্না। কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে যদি একেবারে একঘেয়ে হয়ে যান, তাহলে অবশ্যই কয়েক দিনের জন্য বা একদিনের জন্য হলেও এখানে ঘুরে আসতে পারেন।

সকালের পরিষ্কার বাতাস, পাখির ডাক আপনার মনকে একেবারে ভালো করে দেবে। প্রত্যেকটি মাটির বাড়ির সামনে রয়েছে মাটির বারান্দা। যেখানে বসে বসে প্রিয়জনদের সঙ্গে এক কাপ চায়ে চুমুক দিতে পারবেন। যতই মাটির ঘর হোক না কেন, ভেতরে রয়েছে সমস্ত রকম আধুনিক ব্যবস্থা। এয়ার কন্ডিশন মেশিন থেকে শুরু করে ছোট ফ্রিজ এবং ওয়াশিং মেশিন সবই পাবেন, এই মাটির ঘরে। সায়েন্সসিটি থেকে বাস বা যে কোনো যানবাহনে আপনাকে ঘটকপুর পৌঁছাতে হবে। সেখানে রয়েছে এই সুন্দর ইকো ভিলেজ সুন্দর গ্রাম। কলকাতার কাছাকাছি এক টুকরো গ্রামের পরিবেশ।

আগে থেকে বুকিং করে যেতে পারলেই সবচেয়ে ভালো হয়। ইন্টারনেটে সার্চ করলে সহজেই এর ফোন নম্বর আপনারা পেয়ে যাবেন। বাড়ির ছোট সদস্যদের নিয়ে এবং বৃদ্ধ মানুষকে নিয়ে অবশ্যই ঘুরে আসতে পারেন এই ছোটখাটো ইকো ভিলেজে। গ্রামে বেড়াতে যেতে অনেকেরই অসুবিধা হয়, কিন্তু কলকাতা শহরের বুকে সমস্ত শহুরে ফেসিলিটি সমেত যদি গ্রামের কুড়ে ঘরে থাকতে চান, তাহলে এই জায়গাটি আপনার জন্য একেবারে অসাধারণ ডেস্টিনেশন। শহরের বুকে থাকতে থাকতে আমরা হাঁপিয়ে উঠি, কলকারখানার ধোঁয়া, বায়ু দূষণ, পরিবেশ দূষণ আমাদেরকে একেবারে শেষ করে ফেলে। কিন্তু এখানে গেলে আপনি মুক্ত পরিবেশে একটু শ্বাস গ্রহণ করতে পারবেন, যা আপনাকে পরবর্তী কাজের জন্য এনার্জি যোগাবে।

Related Articles