Hoop News

Weather Update: রাজ্য জুড়ে চলবে ভারী বৃষ্টি, দুর্যোগের পূর্বাভাস কোন কোন জেলায়!

রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ক্রমশ বেড়ে যাবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উপরের পাঁচ জেলায়, পাশাপাশি মালদায় বৃষ্টির পরিমাণ অনেক অংশে বেড়ে যাবে, এমনটা জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।

দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ সরে আজ মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় এটি আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে যখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটি আগামী দু-তিন দিন ধরে থেকে তারপর এটি ক্রমাগত ঝাড়খণ্ডের দিকে সরে যাবে, যার ফলে পশ্চিমে ভারী থেকে সম্ভাবনা আছে। বাংলার পর ঝাড়খণ্ড এবং বিহারেও অতিবৃষ্টি হবে। নতুন করে নিচু এলাকায় বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে।

আজ, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৫% থেকে ৯৬% আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২.৪ মিলিমিটার।

কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে এবং কলকাতায় জায়গায় জায়গায় বিভিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যায়। মফস্বল থেকে যারা কলকাতার শহরের দিকে যান ব্যবসা-বাণিজ্য করতে অর্থাৎ বা প্রতিদিনের কাজের জন্য অবশ্যই হাতে একটা ছাতা রাখবেন, বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে নিরাপদ স্থানে থাকবেন।

Related Articles