whatsapp channel

Gold Price Today: সোমবার সোনার দাম স্বস্তি ফেরাল ক্রেতাদের মধ্যে

শেষের মুখে চৈত্রমাস। আসছে বৈশাখ। পয়লা বৈশাখ বাঙালির কাছে এক অনন্য উৎসব। বাঙালির বর্ষবরণের সঙ্গে এ যেন এক আনন্দের ও নতুনত্বের উৎসব। এই দিনটিতে নতুন জামাকাপড় ও গয়না পরার রীতি…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Advertisements
Advertisements

শেষের মুখে চৈত্রমাস। আসছে বৈশাখ। পয়লা বৈশাখ বাঙালির কাছে এক অনন্য উৎসব। বাঙালির বর্ষবরণের সঙ্গে এ যেন এক আনন্দের ও নতুনত্বের উৎসব। এই দিনটিতে নতুন জামাকাপড় ও গয়না পরার রীতি রয়েছে বাঙালির ঘরে ঘরে। তাই এই সময়ে সকলের নজর থাকে সোনা ও রূপোর দামের উপর। কারণ এই সময় ক্রেতাদের ভিড় জমে গয়নার দোকানে।

Advertisements

গতকাল রবিবার কলকাতায় সোনার বাজারদর ছিল স্থিতিশীল। তবে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার বাজার খুলতেই একই রইল চিত্রটা। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। পাশাপাশি এদিন দাম বাড়েনি রূপোর দামেও। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।

Advertisements

আজ কলকাতায় সোনার দাম (০৩.০৪.২০২৩-সোমবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৯,৭০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬০,০০০ টাকা।

Advertisements

গতকাল কলকাতায় সোনার দাম (০২.০৪.২০২৩-রবিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৯,৭০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬০,০০০ টাকা।

Advertisements

আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।

আজ কলকাতায় রূপার দাম (০৩.০৪.২০২৩-সোমবার)
৭২,১০০ টাকা প্রতি কেজি

গতকাল কলকাতায় রূপোর দাম (০২.০৪.২০২৩-রবিবার)
৭২,১০০ টাকা প্রতি কেজি

আজকের মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি

প্রসঙ্গত, সোমবার বিশ্ব বাজারে কিছুটা নিম্নমুখী সোনার দাম। রবিবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১৯৬৯.৫০ মার্কিন ডলার। আজ তা কমে হয়েছে ১৯৫১.৩০ মার্কিন ডলার। তবে এর প্রভাবেই দেশীয় বাজারে সোনার দাম স্থিতিশীল।

whatsapp logo
Advertisements
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা