whatsapp channel

Monami Ghosh: চল্লিশের দোরগোড়ায় দাঁড়িয়েও চব্বিশের মতো ফিগার, মনামীর গ্ল্যামারের রহস্য কী!

ছোটপর্দা হোক বা বড়পর্দা, তাঁর অবাধ বিচরণ সর্বত্রই। তিনি মনামী ঘোষ (Monami Ghosh)। সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এছাড়া মনামীর আরো একটি গুণের কথা উল্লেখ না…

Nirajana Nag

Nirajana Nag

Advertisements
Advertisements

ছোটপর্দা হোক বা বড়পর্দা, তাঁর অবাধ বিচরণ সর্বত্রই। তিনি মনামী ঘোষ (Monami Ghosh)। সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এছাড়া মনামীর আরো একটি গুণের কথা উল্লেখ না করলেই নয়। সেটা হল নাচ। নাচে অদ্ভূত দক্ষতা রয়েছে তাঁর। তবে অনুরাগীরা একটি বিষয় নিয়ে প্রায়ই ধন্দে পড়েন। আর তা হল মনামীর বয়স। তাঁর তন্বী ফিগার, উপচে পড়া গ্ল্যামার দেখলে আসল বয়স আন্দাজ করাই কঠিন।

Advertisements

উইকিপিডিয়ার কথায়, মনামী দাঁড়িয়ে রয়েছেন চল্লিশের দোরগোড়ায়। অথচ তাঁর গ্ল্যামার বলছে অন্য কথা। মনামীর ফিগার এখনো যুবতী অভিনেত্রীদের ঈর্ষার কারণ। ছিমছাম শাড়ি থেকে শুরু করে বোল্ড ওয়েস্টার্ন পোশাক সবেতেই তাঁর আবেদন অপ্রতিরোধ্য। কিন্তু এই বয়সেও এমন ফিগার ধরে রেখেছেন কীভাবে তিনি? মনামীর রূপের রহস্যটাই বা কী?

Advertisements

Monami Ghosh: চল্লিশের দোরগোড়ায় দাঁড়িয়েও চব্বিশের মতো ফিগার, মনামীর গ্ল্যামারের রহস্য কী!

Advertisements

মনামী নিজেই নিজের ডায়েটের ব্যাপারে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, ডায়েটে কার্বোহাইড্রেট জাতীয় খাবার না রাখার চেষ্টা করেন তিনি। তবে তাঁর হজমশক্তি খুব ভালো। সেই কারণে তাঁর ওজন সহজে বাড়ে না। অভিনেত্রী জানিয়েছিলেন, এর আগে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের সময়ে তিনি নিয়মিত জিমে যাওয়া শুরু করেছিলেন। সে সময়ে জিম থেকেই তাঁকে একটি ডায়েট চার্ট দেওয়া হয়েছিল। সেখানে লেখা ছিল কোনো কার্বোহাইড্রেট গ্রহণ করা যাবে না। মনামী সেটা দেড় মাস ধরে একটানা মেনে চলেছিলেন। এমনকি অভিনেত্রী জানান, তাঁর পাশে বসে অন্যরা গলদা বাগদা চিংড়ি মাছ খেলেও নিজেকে নিয়ন্ত্রণে রেখেছিলেন তিনি। শুধুমাত্র প্রোটিন খেয়ে থেকেছেন।

Advertisements

Monami Ghosh: চল্লিশের দোরগোড়ায় দাঁড়িয়েও চব্বিশের মতো ফিগার, মনামীর গ্ল্যামারের রহস্য কী!

তবে এমন নয় যে এই রুটিন তিনি সবসময় মেনে চলেন। বিশেষ করে বাইরে গেলে ডায়েট ভুলে যান তিনি। ঘুরতে যেতে খুব ভালোবাসেন মনামী। যেখানে যান সেখানকার স্থানীয় খাবার খান। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে ডায়েট ভুলে নানান খাবার খান তিনি। বাড়িতে থাকলে মায়ের হাতের বিরিয়ানি মাস্ট বলে জানান মনামী। তবে মনামী নিয়মিত শরীরচর্চা আর নাচের মধ্যে থাকেন। তাই তাঁর ফিটনেস এত ভালো। তবে তিনি সবথেকে বেশি যেটা বিশ্বাস করেন সেটা হাসিখুশি থাকা।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

whatsapp logo
Advertisements
Nirajana Nag
Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই