Bengali SerialHoop Plus

Aparajita Adhya: ফের সিরিয়ালে কামব্যাক প্রসঙ্গে প্রকৃত কারণ জানালেন অপরাজিতা

অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) মানেই ছক ভাঙা কাহিনী। ছোট পর্দার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তবে আবার চলে গিয়েছিলেন অন্তরালেও। একসময় স্টার জলসার ধারাবাহিক ‘জল নুপূর’-এর মাধ্যমে আবারও ছোট পর্দায় ফিরেছিলেন অপরাজিতা। মানসিক প্রতিবন্ধী পারির চরিত্রে অভিনয় করে নজর কেড়ে নিয়েছিলেন তিনি। এরপরেই অপরাজিতার উত্তরণ। বড় পর্দায় একের পর এক কাজ। ছোট পর্দায় তিনি যতবার ফিরেছেন ততবারই পাল্টে গিয়েছে টিআরপির গতি। শেষবার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এ দেখা গিয়েছিল অপরাজিতাকে। তবে আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন তিনি। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা’-র মাধ্যমে ফিরছেন অপরাজিতা।

ইতিমধ্যেই চ্যানেলের ভার্চুয়াল পেজ থেকে ভাইরাল হয়ে গিয়েছে ধারাবাহিকের প্রোমো। ‘জল থই থই ভালোবাসা’ মূলতঃ নারীকেন্দ্রিক কাহিনী। কাহিনীর মুখ্য চরিত্র কোজাগরী খুব অল্প বয়সেই বিয়ে হয়ে সংসার করতে আসে। একসময় তার কন্যা তোতার জন্ম হয়। সংসার, সন্তান সবকিছু সামলে একসময় নতুন করে বাঁচতে চায় কোজাগরী। নতুন করে খুঁজে পেতে চায় নিজেকে। তার মেয়ে তোতা সমর্থন করে মাকে। মা-মেয়ের ভালোবাসার কাহিনী নিয়ে স্টার জলসার পর্দায় আসতে চলেছে ‘জল থই থই ভালোবাসা’। দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরতে পেরে যথেষ্ট উচ্ছ্বসিত অপরাজিতা।

তাঁর মতে, বহু অনুরাগী টিকিট কেটে অপরাজিতাকে দেখতে মাল্টিপ্লেক্সে আসতে পারেন না। ফলে তাঁদের জন্য বারবার ছোট পর্দায় ফিরে আসেন তাঁদের পছন্দের নায়িকা। তাছাড়া ছোট পর্দাই অপরাজিতাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। ফলে ছোট পর্দার প্রতি অপরাজিতার আলাদা টান রয়েছে। নাচ-গানের চর্চার পাশাপাশি অভিনয়ের চর্চাও জরুরী বলে মত প্রকাশ অপরাজিতার। ধারাবাহিকের সাথে যুক্ত থাকলে অভিনয়ের চর্চা বজায় থাকে বলে জানালেন তিনি।

‘জল থই থই ভালোবাসা’-য় অপরাজিতার মেয়ের চরিত্রে অভিনয় করছেন অনুশা বিশ্বনাথন (Anusha Biswanathan)। এখনও অবধি এই ধারাবাহিকের সম্প্রচার সময় ঘোষণা হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Related Articles