whatsapp channel

Soumitrisha Kundu: আদৃতের জন্মদিনে সবাই এলেও কেন হাজির হননি সৌমিতৃষা!

গত 25 শে মে আদৃত রায় (Adrit Ray)-এর জন্মদিনে একপ্রকার তাঁদের সম্পর্কে সীলমোহর দিয়েছেন কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এ সিদ্ধার্থ মোদকের চরিত্রে অভিনয় করছেন আদৃত। তাঁর…

Avatar

Nilanjana Pande

গত 25 শে মে আদৃত রায় (Adrit Ray)-এর জন্মদিনে একপ্রকার তাঁদের সম্পর্কে সীলমোহর দিয়েছেন কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এ সিদ্ধার্থ মোদকের চরিত্রে অভিনয় করছেন আদৃত। তাঁর অনস্ক্রিন দিদিয়ার চরিত্রে অভিনয় করছেন কৌশাম্বী। চলতি বছর একত্রিশের কোঠায় পা দিলেন আদৃত। মাঝরাত থেকেই শুরু হয়ে গিয়েছিল আদৃতের জন্মদিনের সেলিব্রেশন। কৌশাম্বী ও নিজের মায়ের সাথে কেক কেটে জন্মদিন সেলিব্রেশনের পর ‘মিঠাই’-এর সেটে পৌঁছে গিয়েছিলেন আদৃত। জন্মদিন হলেও ‘মিঠাই’-এর অন্তিম লগ্নের শুটিং অফ করার সুযোগ ছিল না।

 

View this post on Instagram

 

A post shared by Jay Pramanik (@jay.pramanik)

তবে ‘মিঠাই’-এর সেটেও আদৃতের জন্য অপেক্ষা করছিল দিনভর সারপ্রাইজ। অনুরাগীদের সাথে এদিন কেক কাটলেন পর্দার সিদ্ধার্থ। এছাড়াও ধারাবাহিকের সেটে কেক কেটে পালন হল আদৃতের জন্মদিন। আদৃতের বার্থডে পার্টিতে উপস্থিত ছিলেন ‘ধারা’ অর্কজা আচার্য (Arkaja Acharya)। প্রাক্তন ‘মিঠাই’ অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস (Biswabasu Biswas)। আদৃতের অনস্ক্রিন মা বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)। পর্দার সিদ্ধার্থর দাদাই, ঠাম্মি, তোর্সা, নীপা, শ্রীতমা, রাজীবরাও বাদ যাননি। ছিলেন আদৃতের অনস্ক্রিন পিপি অর্পিতা (Arpita)। প্রাক্তন ও বর্তমান ‘মিঠাই’ অভিনেতাদের উপস্থিতি থাকলেও এদিন দেখা মেলেনি ধারাবাহিকের নায়িকা ওরফে মিঠাই সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।

কারণ সৌমিতৃষা পিঠ ও কোমরের ব্যথায় শয্যাশায়ী। শরীরে ঘটেছে ক্যালসিয়ামের ঘাটতি। ফলে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি। কিন্তু আদৃতের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকলেও সৌমিতৃষা তাঁর অনস্ক্রিন স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি। সৌমিতৃষার অনুরাগীদের একাংশও ক্ষুব্ধ আদৃত ও কৌশাম্বীর উপর। ফলে তাঁরাও এদিন শুভেচ্ছা জানানো থেকে বিরত থেকেছেন। এদিন অবশ্য কেক কাটার পর প্রথম টুকরো কৌশাম্বীর মুখে না দিয়ে পর্দার সিদ্ধার্থ তুলে দিয়েছেন অনস্ক্রিন নীপার মুখে।

তবে আর বেশিদিন থাকবে না এই চাপান-উতোর। আগামী জুন মাসেই যাত্রাপথে ইতি টানতে চলেছে ‘মিঠাই’।

 

View this post on Instagram

 

A post shared by Swagata Basu (@swagata_basu7)

whatsapp logo