Skin Care Tips: গলার কালো জেদি দাগ দূর করুন অ্যালোভেরা দিয়ে, মিশিয়ে নিন মাত্র কয়েকটি জিনিস
অনেক সময় ঘাড় এবং গলার কালো দাগ আমাদের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। বাড়িতে থাকা কয়েকটা সহজ-সরল উপকরণ দিয়ে আপনি ঘাড় ও গলার কালো দাগ দূর করতে পারেন। তবে এ নানা কারণে এই ধরনের বাজে জেদি দাগ হয়ে থাকে যদি কারুর থাইরয়েডের সমস্যা থাকে বা হরমোনাল কোনল সমস্যা থাকে। কেউ যদি অতিরিক্ত মোটা হন অতিরিক্ত ওবেসিটির কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে। তবে এর জন্য আমরা অনেক কিছু করে থাকি। বাজার চলতি নানান রকম নামিদামি ক্রিম কিনে আনি কিন্তু এগুলি কিনে এনে আসলে কোন লাভ হয় না। তাই যদি একেবারেই চিরদিনের জন্য ঘাড়ের থেকে কালো দাগ দূর করতে চান তবে অবশ্যই অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে নিতে পারেন মাত্র কয়েকটা জিনিস। নিচে বলা যে কোনো একটি জিনিস ব্যবহার করলেই আপনি পেয়ে যাবেন হাতেনাতে ফলাফল। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –
১) পাতিলেবুর রস, এর সাথে অ্যালোভেরা জেল খুব ভালো করে মিশিয়ে নিন। আর এই মিশ্রণটি যদি সপ্তাহে অন্তত তিন দিন চিনির সঙ্গে মিশিয়ে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে আধ ঘন্টা রেখে দিতে পারেন, একবার ব্যবহার করার পর দেখবেন কালো দাগ কতটা উঠে গেছে। পাতিলেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আপনার ত্বকের উপরে হওয়া কালো দাগ সহজে দূর করে তাই শুধু মাত্র ঘাড় বা পিঠ নয়, আন্ডার আর্মস, হাঁটু, কনুই এগুলোকে ফর্সা করতেও ব্যবহার করতে পারেন পাতিলেবুর রস। আর এর মধ্যে ব্যবহার হওয়া চিনি খুব ভালো স্ক্রাব করতে সাহায্য করে। আর এই জেল ত্বকের রুক্ষ, শুষ্ক হতে দেয় না। অতিরিক্ত স্ক্রাবিং এর পরে ত্বক যখন একেবারে শুষ্ক হয়ে যায়, অ্যালোভেরা জেল সেখানে সুন্দর প্রলেপ দিয়ে দেয়।
২) কালো দাগ দূর করতে সাহায্য করে অ্যালোভেরা জেল। প্রতিদিন রাতে শুতে যাবার সময় ভালো করে অ্যালোভেরা জেল এর সাথে দুটি ভিটামিন ই ক্যাপসুল খুব ভালো করে মিশিয়ে রেখে দিন প্রতিদিন এটি ব্যবহার করুন। রাত্রিবেলা লাগিয়ে যদি শুয়ে পড়েন, দেখবেন কালো দাগ সহজে উঠে গেছে।
৩) কালো দাগ দূর করতে সাহায্য করে চাল বাটা। যে ভাত আপনি প্রতিদিন খান, সেই চাল ১ টেবিল-চামচ আগের দিন রাত্রে বেলা ভালো করে জলে ভিজিয়ে বেটে নিন। এই চাল বাটার সঙ্গে অ্যালোভেরা জেল এবং পাতিলেবুর রস খুব ভালো করে মিশিয়ে ফেলুন। এই মিশ্রণটি ঘাড়ে, গলায় ভালো করে ঘষে ঘষে লাগিয়ে আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন।
৪) কালো দাগ দূর করতে সাহায্য করে ভিটামিন ই অয়েল। ভিটামিন ই অয়েলের সঙ্গে গ্লিসারিন, গোলাপ জল এবং পাতিলেবুর রস খুব ভালো করে মিশিয়ে ফ্রিজে রেখে দেন। ঘাড়ে, গলায় ভালো করে ঘষে ঘষে লাগিয়ে সারা রাত লাগিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে দেখবেন সব দাগ চলে গেছে।
৫) কালো দাগ দূর করতে সাহায্য করে কফি পাউডার। টক দই, কফি পাউডার, পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে গলায়, ঘাড়ে, পিঠে লাগিয়ে রেখে দিন। আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। কালো দাগ দূর হবে সহজেই।
সতর্কীকরণ– উপরে উল্লেখিত কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও কোনোরকম সমস্যা এড়াতে আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলুন।