Skin Care Tips: কমলালেবুর খোসা না ফেলে রূপচর্চায় ব্যবহারের চারটি টিপস
শীতকাল মানেই রুক্ষ শুষ্ক ত্বক। আর এই রুক্ষ শুষ্ক ত্বকের হাত থেকে রক্ষা পেতে অবশ্যই ত্বকের যত্ন নিন। তার জন্য আপনাকে বাড়িতে জমিয়ে রাখতে হবে কমলালেবুর খোসা। সাধারণত কমলালেবু খেয়ে আমরা তার খোসাকে ফেলে দিই।
১) কমলালেবুর খোসা শুকিয়ে ভালো করে গুঁড়ো করে কৌটোয় করে রেখে দিন। বডিপ্যাকের সঙ্গে এই এক চামচ খোসা গুঁড়ো নিয়ে ভালো করে দুধ একসঙ্গে মেখে লাগিয়ে রাখুন।
২) কমলালেবুর খোসা বাটা, কলার খোসা বাটা পরিমাণমতো মধু এবং পরিমাণমতো টক দই ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে মুখে, গলায়, পিঠে ভালো করে লাগিয়ে রেখে দিন। দেখবেন ত্বক কত সুন্দর হয়ে গেছে।
৩) কমলালেবুর খোসা গুঁড়ো, কফি চালের গুঁড়ো, বেসন, কফি, কাঁচা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে সপ্তাহে একদিন আপনি যদি সারা গায়ে ভালো করে লাগিয়ে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন তত সুন্দর হয়ে যাবে।
৪) লেবুর খোসা গুঁড়ো খুব ভালো করে অ্যালোভেরা জেল এর সঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে। ফ্রিজের মধ্যে রাতে শোওয়ার সময় এই অ্যালোভেরা জেল যদি মুখে ভালো করে লাগিয়ে শুতে পারেন। তাহলে এটি খুব ভালো নাইট ক্রিম হিসাবে কাজ করবে।