সরস্বতী পূজায় হলুদ ব্লাউজের ১৬টি স্টাইলিশ ও ইউনিক কালেকশন
সরস্বতী পুজো মানেই হলুদ রঙের শাড়ি পড়ে সরস্বতী মাকে আবাহন। কিন্তু এবারের পূজোতে যদি নিজেকে একটু অন্যরকমভাবে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই হলুদ শাড়ির বদলে হলুদ ব্লাউজ ট্রাই করতে পারেন। একরঙা কোন শাড়ির সঙ্গে হলুদ রং ব্লাউজ পরলে মন্দ লাগবে না।
যারা এখনো স্কুল-কলেজের গন্ডি পেরোননি তারা হলুদ স্লিভলেস ব্লাউজ ট্রাই করতে পারেন। বোট নেক, হাত কাটা ব্লাউজ সঙ্গে কোন কটনের এক রঙের শাড়ি। সব মিলিয়ে সরস্বতী পুজোতে একেবারে জমে যাবে।
যাদের বাড়িতে সরস্বতী পুজো হয়, তারাও অবশ্যই সুতির কোন শাড়ির সঙ্গে হলুদ রঙা ব্লাউজ ট্রাই করতে পারেন। শার্ট কলার হলুদ রঙের ব্লাউজের সঙ্গে সরু পিন করে কাপড় পড়লে আপনাকে বেশি বয়স অল্প বয়সীদের মতই লাগবে। হলুদ রঙের ব্লাউজ এর সঙ্গে যদি একটু অন্য রং মেশাতে চান তাহলে অবশ্যই কলমকারি প্রিন্টেড পিস ট্রাই করতে পারেন।
তবে সকাল বিকালের জন্য একটু অন্য কিছু সাজগোজ হলে ভালই হয়। সকালে যদি হালকা সাজ থাকে বিকালে অবশ্যই একটু জাঙ্ক জুয়েলারি ট্রাই করুন। তাহলে এবারে সরস্বতী পুজোয় নিজেকে একটু অন্যভাবে সাজানোর জন্য হলুদ শাড়ির বদলে হলুদ রংয়ের ব্লাউজ ট্রাই করুন।