Free Electricity: বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ পাবে দেশবাসী, কি জানাচ্ছে মোদি সরকার!
বিনামূল্যে বিদ্যুৎ পেতে চলেছে দেশবাসী। এক কিলোওয়াট সোলার প্যানেল আপনি যদি ইন্সটল করেন, তাহলে বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পাবেন। গোটা দেশের গরমের পরিমাণ আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে সূর্যের তাপে ঝলসে যাচ্ছে গোটা দেশ, এই সূর্যের তাপকে কাজে লাগিয়ে আপনার বাড়ির যদি বিদ্যুতের বিল খানিকটা কম আসতে পারে, তাহলে তো কোন কথাই নেই। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী চালু করেন প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। যে হারে বিদ্যুতের বিল এর পরিমাণ বাড়ছে বা যে হারে বিদ্যুতের চাহিদা বাড়ছে, সেই জন্য এইরকম চাহিদাতে যদি বিদ্যুতের বিল খানিকটা কম আনা যায়, তাই এই প্রকল্প শুরু করা হয়েছে।
সরকার এর জন্য কত টাকা বিনিয়োগ করবেন?
৭৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করে দেশের ১ কোটি পরিবারকে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করছে কেন্দ্রীয় সরকারের অধীনে নিজের পকেট থেকে মাত্র কয়েকটা টাকা যদি খরচ করতে পারেন তাহলে আপনিও নিজের বাড়িতে বিদ্যুতের চাহিদা মেটাতে পারবেন। অবশিষ্ট বিদ্যুৎ বিক্রি করে টাকাও রোজগার করতে পারবেন, আবার এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের থেকে ভর্তুকি ও পাবেন। সঙ্গে অনেক ভাবে টাকা রোজগার করা এবং টাকা বাঁচানোর পথ দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
সব কিছু জেনে আপনি যদি প্রধানমন্ত্রীর এই সূর্য ঘর পেছনে প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে নিচে লেখাগুলি মন দিয়ে আপনাকে পড়তে হবে।
বাড়িতে সোলার প্যানেল বসিয়ে টাকা কত টাকা রোজগার করতে পারেন?
আপনি যদি নিজের বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করেন, তাহলে বিনামূল্যে এই প্রকল্পের অধীনে ভর্তুকের জন্য আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন, এই ভর্তুকি পেতে হলে লোড ৮৫% এর বেশি হলে চলবে না।
১ কিলোওয়াটের জন্য মোট ১৮ হাজার টাকা দেবে সরকার।
২ কিলোওয়াট পর্যন্ত ৩০,০০০ টাকা দেবে সরকার।
৩ কিলোওয়াটের জন্য ৭৮,০০০ টাকা ভর্তুকি দেবে সরকার।
কত টাকার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে?
১ কিলোওয়াট সোলার প্যানেল ১২০ কিলোওয়াট ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে।
৩ কিলোওয়াট সোলার প্যানেল থেকে ৭ টাকা প্রতি ইউনিটে মোট ৩০,২৪০ টাকা সাশ্রয় করা যাবে।
৩ কিলোওয়াটের দাম ২ লক্ষ টাকা। ভর্তুকি দেওয়া হবে ৭৮,০০০ টাকা। এই ক্ষেত্রে খরচ হবে ১.২ লক্ষ টাকা।
সবমিলিয়ে প্রতি বছর আপনি ৩০ হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে সম্পূর্ণ খরচ তুলে নিতে পারবেন।
সোলার প্যানেল ইনস্টল করতে কত টাকা খরচ হয়?
১ কিলোওয়াটের জন্য খরচ হবে প্রায় ৯০ হাজার টাকা।
২ কিলোওয়াটের জন্য খরচ হবে ১.৫ লাখ টাকা।
৩ কিলোওয়াটের জন্য খরচ হবে ২ লাখ টাকা পর্যন্ত।