বোম্বেতে জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট পেশাদার সুপারমডেল জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমান। পশ্চিমী ঘরানায় নিজস্ব ভাবমূর্তি গড়ে তোলেন এবং সমগ্র কর্মজীবনের যৌনতার প্রতীকে পরিণত হন।
‘সত্যম শিবম সুন্দরম’ এই সিনেমায় মুখ্য চরিত্রে নায়িকার অভিনয় করেছিলেন জিনাত আমান। তবে সিনেমার পরিচালক রাজ কাপুর প্রথমে জিনাতের জায়গায় হেমা মালিনীকে নিতে চেয়েছিলেন।
কিন্তু হেমা মালিনী এই চরিত্রে অভিনয় করতে নাকচ করে দেন। অবশেষে সুন্দর চেহারার অধিকারিণী জিনাত আমানকেই বেছে নেন সিনেমার নায়িকা হিসেবে।
পরিচালক রাজ কাপুরের প্রযোজনায় সিনেমাটি তখনকার দিনে প্রাপ্ত বয়স্কদের সিনেমার মধ্যে নিজের জায়গাকে তৈরি করে নিতে পেরেছিল। সিনেমার গল্প, সিনেমার গান এবং সব মিলিয়ে জিনাত আমানের লাস্যময়ী চেহারা সমস্ত পুরুষের মনকে দখল করে নিয়েছিল।
স্বচ্ছ পোশাকের আড়ালে জিনাতের শরীরের প্রত্যেকটা অংশকে বেশ সাহসিকতার সঙ্গে দর্শকের সামনে তুলে ধরেছিলেন রাজ কাপুর।
সাহসিকতার এক অসাধারণ পরিচয় দিয়েছিলেন সেই সময়। এই সময় নায়িকাদের স্বল্প পোশাকে শরীরী আবেদন প্রায়ই দেখা যায়।
কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে এই সাহসিকতার পরিচয় বোধ হয় রাজ কাপুরই দেখাতে পারেন। একই বছরে মিস এশিয়া প্যাসিফিকে অংশ নিয়ে শিরোপা জয় করেন জিনাত আমান।