দিন এবং রাত্রির ঠিক সীমানায় কেমন দেখতে লাগে পৃথিবীকে! অসাধারণ সেই ছবি ভাইরাল
সোশ্যাল মিডিয়ার নজর কাড়লো পৃথিবীর দিন রাতের সীমানার এক অসাধারণ ছবি
পৃথিবীর বুকে দেখা যাচ্ছে দিন রাতের সীমা। এমনই অনবদ্য ছবি। যা শেয়ার করলেন নাসার মহাকাশচারী রবার্ট বেহেনকেন। দিন রাতের এক অদ্ভুত বৈপরীত্যের ছবি ধরা পড়েছে তার ছবিতে। একদিকে উজ্জ্বল আলো অন্যদিকে ঘুটঘুটে অন্ধকার। এ এক অসাধারণ ছবি।
ছবিটি শেয়ার করার সাথে সাথেই সাধারণ মানুষের চোখে পড়তে থাকে। আসলে এমন অসাধারণ ছবি তো আর সচরাচর দেখা যায় না। গত সোমবার বেহেনকেন পৃথিবীতে ঘটে যাওয়া এমন আলো-আঁধারির খেলাকে ছবির মাধ্যমে তুলে ধরেছেন সাধারন মানুষের সামনে।
ছবিটি শেয়ার করার সাথে সাথে এই ছবিটি যে তার ভীষণ পছন্দের একটি ছবি এমন কথা বলতেও ভোলেননি বেহেনকেন। তিনি রয়েছেন একটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে। সেখান থেকেই তিনি এমন অসাধারণ মনোরম একটি দৃশ্য অনুভব করছেন, এবং তারিয়ে তারিয়ে উপভোগ করছেন একথা বললেও কিছু ভুল বলা হয় না। করোনার আবহে যখন চারিদিকে শুধুই দুঃখ মৃত্যু আর বেদনা, সেই মুহূর্তে এমন ছবির সাধারণের মাঝে আসায় মানুষ বেশ আনন্দই পেয়েছে। এক ঝলকে দেখে নিন সেই অসাধারণ ছবিগুলি।
My favorite views of our planet that capture the boundary between night and day. pic.twitter.com/Jo3tYH8s9E
— Bob Behnken (@AstroBehnken) June 28, 2020