দীর্ঘ প্রতীক্ষার পর ভক্তদের জন্য খুলছে কালীঘাট মন্দির, কবে! জেনে নিন তারিখ
দীর্ঘ ৯৩ দিনের প্রতীক্ষার অবসান। অবশেষে ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে কালীঘাট মন্দির। আগামী ১ জুলাই থেকে ভক্তদের জন্য মায়ের মন্দির খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। তবে ভক্তদের মানতে হবে বিশেষ নিয়মকানুন।
করোনা ভাইরাসের জেরে বন্ধ দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের সব মন্দির ও ধর্মীয় স্থান। কিন্তু ৮ জুন থেকে সমস্ত ধর্মীয় স্থান খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। বিশেষ বিধিনিষেধ মানতে বলা হয়েছে। সেইসব নিয়ম বিধি মেনেই মন্দির খুলছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক ও স্যানিটাজার ব্যবহার বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।
কালীঘাটের মন্দির খুললেও ভক্তদের জন্য যে নিয়মগুলি বলা হয়েছে, সেগুলি হল-
১) আপাতত সকাল ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ও বিকেল ৪ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত মন্দির খোলা থাকবে।
২) একসাথে ১০ জনের বেশি মন্দিরে প্রবেশ করা যাবে না।
৩) মন্দিরে প্রবেশ করলেও গর্ভগৃহে প্রবেশ করা যাবে না।
৪) পুজো দেওয়াও যাবে না।
৫) প্রত্যেক ভক্তকে স্যানিটাজার ও মাস্ক ব্যবহার করতে হবে।