Hoop Life

হঠাৎ করে বৈদ্যুতিক শক লাগলে কি কি করবেন

এখন বর্ষাকাল চারিদিকে রাস্তাঘাটে ও বৈদ্যুতিক খুঁটি গুলো খুব বিপদজনক হয়ে রয়েছে। বৈদ্যুতিক খুঁটিতে লেগে কারেন্টের শক খেয়ে মারা গেছেন এমন অনেক উদাহরণ দেখা গেছে। শুধু রাস্তাঘাটেই নয় ঘরের মধ্যেও জলের ঝাপটা লেগে সুইচবোর্ড বিপদজনক হয়ে থাকতে পারে। হঠাৎ করে বৈদ্যুতিক শক লাগলে কি করবেন জেনে নিন –

১) বিদ্যুৎপৃষ্ট ব্যক্তির গায়ে কখনো হাত দেবেন না।

২) বিদ্যুতের মেইন সুইচ অফ করে দিন।

৩) কাঠের সাহায্যে বিদ্যুৎপৃষ্ট ব্যক্তিকে বৈদ্যুতিক উৎস থেকে আলাদা করতে হবে।

৪) দ্রুত বৈদ্যুতিক অফিসে খবর দিতে হবে।

৫) কখনোই বিদ্যুৎপৃষ্ট ব্যক্তির গায়ে জল যেন না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৬) বিদ্যুৎপৃষ্ট ব্যক্তির গলা, বুক ও কোমরের কাপড় কে একেবারে ঢিলেঢালা করে দিতে হবে।

৭) বিদ্যুৎপৃষ্ট হয়ে যাওয়া ব্যক্তির হৃদপিণ্ড যদি মনে হয় বন্ধ হয়ে গেছে তাহলে তার বুকের উপরে চাপ দিতে হবে।

সবার আগে প্রয়োজন সাবধানতা অবলম্বন করা। দুর্ঘটনা বলে কয়ে আসে না, কিন্তু যদি বর্ষাকাল আসার আগে সবকিছু ঠিকঠাক করে দেখে নেওয়া যায় বা কয়েকটি ছোট ছোট নিয়ম মেনে নেওয়া যায় তাহলে দুর্ঘটনা এড়ানো যায়।
যেমন –

১) ভেজা শরীরে বা ভিজা সুইচবোর্ড দেখলে কখনো খালিপায়ে, খালি হাতে হাত দেওয়া উচিত নয়।

২) সুইচ বোর্ডে হাত দেওয়ার সময় সবসময় হাওয়াই চটি পড়তে হবে।

৩) প্রয়োজনে মেইন সুইচ বন্ধ করে যে কোন বৈদ্যুতিক কাজ করতে হবে।

Related Articles