whatsapp channel
Hoop Life

Lifestyle: প্রতিদিন সকালে কাককে খাওয়ালে যেভাবে সুফল মিলবে

ছোট বেলায় দাদু ঠাকুমাকে হয়তো অনেকেই দেখে থাকতে পারেন, সকালবেলা ঘুম থেকে উঠে কাক অথবা কুকুরকে খাওয়াতেন। এখনো অনেকেই করে থাকেন এমন। অনেকে অবশ্য সেবা করার উদ্দেশ্যে এমন কাজ করে থাকেন । আবার কেউ কেউ বাস্তু মেনে এই কাজগুলি করে থাকেন। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –

কাক ভারতে সাধারণত সহজেই দেখা যায় এমন একটি পাখি। হিন্দু পুরাণে, কাকের কিছু তাৎপর্য রয়েছে। এটিকে শনির বাহন বলে মনে করা হয়। শনি এমন একটি গ্রহ যা বৈদিক জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক হিন্দু এই গ্রহটিকে ভয় করে, কারণ এটি মানুষের জন্য কষ্ট নিয়ে আসতে পারে। যখন এটি কুণ্ডলীতে প্রতিকূলভাবে স্থাপন করা হয়। এটা বিশ্বাস করা হয় যে, আমাদের পূর্বপুরুষরা কাকের আকারে পৃথিবীতে আসেন। এই কারণে, কাকদের খাবার দেওয়া আমাদের প্রয়াত পূর্বপুরুষদের খাওয়ানো হিসাবে দেখা হয়। কাকরাও পূর্বপুরুষের বার্তাবাহক হিসেবে কাজ করে। আমাদের জীবনে শনির একটি অনন্য কার্যকারিতা রয়েছে। এটি আমাদের স্থিতিশীলতা আনতে সাহায্য করে।

শনি, রাহু, কেতু এই তিন ধরনের গ্রহকে আপনি যদি শান্ত রাখতে চান, আর যদি চান এই তিন ধরনের গ্রহর কোন কুপ্রভাব আপনার জীবনে না পড়ুক তাহলে অবশ্যই এই সমস্যাটিকে সমাধান করতে পারেন অতি সহজেই। প্রতিদিন সকালবেলা উঠে একটি কুকুর, কাককে একটি রুটি খাওয়ানো শুরু করতে পারেন। আর যদি সামান্য সরষের তেল মাখিয়ে রুটি খাওয়াতে পারেন, তাহলে শনি দেবতা অত্যন্ত প্রসন্ন হয়।

হিন্দু ধর্মাবলম্বীরা, কেউ মারা যাওয়ার পরে শ্রাদ্ধানুষ্ঠান করেন। এই দিন মৃত ব্যক্তির আত্মীয় পরিজনরা ‘কা, কা’ বলে চিৎকার করে কাকদের নিমন্ত্রণ জানান। খাবার দেওয়ার পরে যখন কাক এসে সেই খাবারটি খায় তখন আত্মীয় পরিজনরা মনে করেন, সেই মৃত ব্যক্তির আত্মা এসে খাবার খেয়ে গেছেন। তাহলেই বুঝতে পারছেন যে, হিন্দু ধর্ম শাস্ত্রে কাকের কতটা গুরুত্ব।

রাস্তার কুকুরকে রুটি খাওয়ানো যেমন ভালো ঠিক তেমনি আপনিও যদি বাড়িতে কোনো কালো রংয়ের কুকুর পুষতে পারেন তাহলে কিন্তু শনি, রাহু, কেতু আপনার ওপরে অনেকটাই সুদৃষ্টি দেবেন। তাই যদি সম্ভব হয় বাড়িতেই একটি কুচকুচে কালো রংয়ের কুকুর পুষুন, আর তার যত্ন নিন। শুধু তাই নয়, বাড়ি থেকে নেগেটিভ এনার্জি একেবারে চিরকালের মত বিদায় নেবে। বাড়িতে আসবে পজিটিভ এনার্জি।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

whatsapp logo

Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক