whatsapp channel

Lifestyle: শত চেষ্টা করেও চাকরি পাচ্ছেন না! কাজল দিয়ে এই বিশেষ কাজটি করুন, সুখবর আসবে শীঘ্রই

পুরাকাল থেকেই মহিলাদের সাজ-শৃঙ্গারে কাজলের ব্যবহার হয়ে আসছে। অনেকে আবার শিশুদের চোখে এঁকে দেন কাজলের রেখা, কপালে পরিয়ে দেন কাজলের কালো টিপ। কিন্তু জানেন কি, সাজসজ্জা ছাড়াও আরো অনেক কাজে…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

পুরাকাল থেকেই মহিলাদের সাজ-শৃঙ্গারে কাজলের ব্যবহার হয়ে আসছে। অনেকে আবার শিশুদের চোখে এঁকে দেন কাজলের রেখা, কপালে পরিয়ে দেন কাজলের কালো টিপ। কিন্তু জানেন কি, সাজসজ্জা ছাড়াও আরো অনেক কাজে লাগতে পারে এই কাজল। জ্যোতিষশাস্ত্র মতে, মাটিতে কাজল পুঁতে দিলে নাকি রাহুর প্রভাব কমানো সহ অনেক উপকার হয় আমাদের। কি কি কাজে লাগতে পারে কাজল? দেখে নিন।

(১) অশুভ গ্রহের প্রভাব নাশ: জ্যোতিষশাস্ত্র মতে, প্রতিদিন কাজল ব্যবহার করলে শনি, রাহু ও কেতুর মতো ৩ টি অশুভ গ্রহের নেতিবাচক প্রভাব দূর হয়। এক্ষেত্রে নির্জন স্থানে কাজল পুঁতে রেখে আসলেও ভালো কাজ হবে।

(২) নজর দোষ কাটাতে: শিশুদের কপালে বা কানের পিছনে কাজলের টিপ পরানো হলে তাদের উপর কোনো কুনজর পড়ে না। জ্যতিষীদের মতে, শিশুকে বাইরে নিয়ে যাওয়ার আগে কাজলের টিপ দেওয়া জরুরি।

(৩) বিবাহের সমস্যা দূর করতে: আপনার যদি বিবাহ কোনো এক বা একাধিক কারণে বারবার বিলম্বিত হয়, তাহলে আপনার সমস্যার সমাধান হতে পারে কাজল। কারণ শনির কারণে বিবাহে বিলম্ব হয়। তাই শনিবার কাঠ দিয়ে মাটি খুঁড়ে তাতে কাজল পুঁতে দিন। এই উপায় করলে বিবাহে আগত সমস্যা ও বাধা দূর হবে।

(৪) আর্থিক লোকসান কমাতে: আপনার বারংবার আর্থিক লোকসান হলে আপনার সমস্যার সমাধান হতে পারে কাজল। এই সমস্যা দূর করতে ৪০০ গ্রাম কাজল জলে ভাসিয়ে দিন, মিলবে ফল।

(৫) মঙ্গলের প্রভাব দূর করতে: মঙ্গলের অশুভ প্রভাবে নানা সমস্যা আসে জীবনে। এই প্রভাব দূর করতে এক শিশি কাজল নিয়ে নিজের মাথা থেকে পা পর্যন্ত ৯ বার ঘুরিয়ে নিন। তার পর কোনও নির্জন স্থানে পুঁতে আসুন। ফল মিলবে।

(৬) চাকরির সমস্যা দূর করতে: চাকরি পেতে সমস্যা হলে একটি বড় কাজলের টুকরো নিন। সেটিকে কোনও নির্জন স্থানে পুঁতে আসুন। এর ফলে আপনাদের অনেক সমস্যা দূর হবে।

(৭) শত্রু দমন করতে: শত্রু সমস্যায় জর্জরিত হলে পাঁচটি ছোট রুপোর সাপের চোখে কাজল লাগিয়ে ২১ দিন নিজের পায়ের তলায় চাপা দিয়ে ঘুমান। ফল মিলবে।

Disclaimer: প্রতিবেদনটি সম্পূর্ণ তথ্যভিত্তিক। যেকোনো সমস্যায় বিশেষজ্ঞর পরামর্শ নিন।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা