Hoop Life

Lifestyle: ভুলেও পাঁচটি উপহার কাউকে দেবেন না, হতে পারে মহাবিপদ

উপহার পেতে এবং দিতে কার না ভালো লাগে, কিন্তু এই উপহার দেওয়ার সময় অবশ্যই আপনাকে বাস্তু মেনে উপহার দিতে হবে। বর্তমানে বিয়ের সিজন চলছে, উপহার তো দিতেই হবে। কিন্তু আপনি কি জানেন আপনার কাছের মানুষকে কোন উপহার দিতে হয়, আর কোনগুলি দিতে নেই, না আমরা অনেকেই জানিনা। না হলে কিন্তু যাকে উপহার দিচ্ছেন বা আপনার নানান রকম সমস্যা দেখা দিতে পারে, তাই জেনে নিন কেমন কেমন উপহার দিলে বাস্তুমতে, আপনার জীবন ভালো হবে, বা কি ধরনের উপহার আপনি একেবারেই এড়িয়ে যাবেন। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –

১) ঘড়ি উপহার হিসেবে দিতে নেই – অনেকেই বিয়ের মরশুমে বর এবং বউকে দুটো ঘড়ি গিফট করেন, কিন্তু আপনি কি জানেন বাস্তুবিদ বলছেন, ঘড়ি উপহার দেওয়া একেবারেই উচিত নয়। কখনো কাউকে, কোন অনুষ্ঠানেই ঘড়ি উপহার দেবেন না। বাস্তমতে, ঘড়ি উপহার দেওয়া কখনোই ভালো না তাই যদি উপহার দিতেই হয়, তাহলে ঘড়ি বাদ দিয়ে উপহার দেন। বাস্তুমতে, কাউকে ঘড়ি উপহার দেওয়া মানে আপনার মূল্যবান সময়টুকু আপনি তাকে দান করছেন, তাই এমন কাজ ভুলেও করবেন না।

২) পারফিউম উপহার হিসেবে দিতে নেই – পারফিউম যতই আপনার পছন্দের জিনিস হোক না কেন, আপনি কি জানেন কাউকে কখনো পারফিউম উপহার হিসাবে দিতে নেই। যদি না জানেন তাহলে আজ থেকেই কিন্তু পারফিউম গিফট করা বন্ধ করতে হবে।

৩) নিজস্ব পেশার সঙ্গে যুক্ত কিছু উপহার হিসেবে দিতে নেই – পেশার সঙ্গে যুক্ত কোন কিছু আপনি কাউকে উপহার হিসাবে দেবেন না, সে যে পেশার সঙ্গে যুক্ত আছে এই সম্পর্কিত উপহার যদি আপনি দেন, তাহলে বাস্তুমতে সেটি তার জন্য অত্যন্ত খারাপ বার্তা বয়ে আনবে।

৪) কালো পোশাক উপহার হিসেবে দিতে নেই – কালো পোশাক উপহার হিসেবে দিতে নেই, এটি দিলে আপনি যাকে এই পোশাক উপহার দেবেন, তার সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হতে পারে।

৫) রুমাল উপহার দিতে নেই – কখনো কাউকে রুমাল উপহার হিসেবে দেবেন না। কারণ রুমাল আপনি যদি উপহার হিসাবে দেন, তাহলে কিন্তু আপনার জীবনে বা আপনি তাকে দিচ্ছেন তার জীবনে নানান সমস্যার উদয় হতে পারে।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

Related Articles