Hoop NewsHoop Trending

PM Awas Yojna: কিভাবে মিলবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা? বড়সড় ঘোষণা কেন্দ্রের

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিক্ষিপ্ত ঘটনা ঘটছে জেলা থেকে জেলায়। কখনো ব্যক্তিবিশেষে সংঘর্ষ, কখনো আবার কেন্দ্রীয় সরকারি এই প্রকল্পকে ঘিরে হয়েছে রাজনৈতিক তর্জা। প্রকল্পের নামকরণ নিয়ে যেমন শোরগোল ফেলেছে রাজ্যের শাসক দল তৃণমূল, তেমনই প্রধানমন্ত্রী যে সবার- এই বিষয়টি বারবার সামনে এনেছে বিজেপি। আর এসবের মাঝেই প্রধানমন্ত্রী আবাস যোজনার কেন্দ্র থেকে এসে পৌঁছাল কড়া বার্তা। চিঠিতে উল্লেখ করা হল আবাস যোজনার টাকা দেওয়ার বিষয়েও। কিভাবে উপভোক্তাদের হাতে পৌঁছাবে টাকা, সেটি স্পষ্ট করল কেন্দ্র।

সোমবার কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর জেনারেল গয়া প্রসাদ রাজ্যের পঞ্চায়েত সচিবকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে হবে আগামী ৩১ শে ডিসেম্বরের মধ্যেই। এই চিঠিতে আরো বলা হয়েছে যে, উপভোক্তাদের এই তালিকা প্রস্তুত করার আগে তাদের আধার সংযুক্তিকরণ করতেই হবে। এছাড়াও এই চিঠিতে জানানো হয়েছে যে, কেন্দ্র সরাসরি উপভোক্তাদের ব্যাংক একাউন্টে আবাস যোজনার টাকা কিস্তিতে পাঠাবে। তাই এক্ষেত্রে একই ব্যক্তি যাতে একাধিকবার টাকা না নিতে পারে, তাই জন্য আধার বেস পেমেন্ট সিস্টেম-এর ব্যবহার করবে কেন্দ্র। এতে প্রকল্পের স্বচ্ছতা বজায় থাকবে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার নবান্নে একটি বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব। এই বিশেষ বৈঠকে সব জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, সংশ্লিষ্ট দফতরের জেলার আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে জেলায় নানাবিধ অশান্তির ঘটনা ঘটেছে। তবে এই বিষয়ে আগেই কড়া পদক্ষেপ নিয়েছিল রাজ্য। তালিকা তৈরি জন্য সমীক্ষার কাজে বাধা দিতে আসা যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনকে। আর এদিনের বৈঠকে এই তালিকা চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়।

এদিকে এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার চূড়ান্ত তালিকা প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয় আইসিডিএস কর্মীদের। সেই কারণে কাজের গতি কিছুটা হলেও শ্লথ হয়েছে। এই প্রেক্ষাপটে কিভাবে নির্দিষ্ট ‘ডেডলাইন’-এর মধ্যে তালিকা জমা দেবে রাজ্য, সেটাই দেখার।

Related Articles