Lifestyle: দাম্পত্য কলহ, আর্থিক সমস্যা পিছু ছাড়ছে না? বাড়িতে খবরদার লাগাবেন না এই তুলসী গাছ
প্রতিটি হিন্দু বাড়িতে একটি করে তুলসী গাছ থাকবেই তুলসী গাছকে পুজো করা সত্যিই খুব উপকারী। প্রত্যেকটি বাড়িতে যদি একটি অন্তত তুলসী গাছ থাকে তাহলে বাস্তবিশেষজ্ঞরা বলছেন, আপনার জীবনে কোন সমস্যাই আপনাকে ছুঁতে পারবে না। তো আমরা অনেক সময় এই কথাগুলো বিশ্বাস করি না। ভাবি এগুলো কোন কুসংস্কার। তুলসীর মধ্যে আছে তেত্রিশ কোটি দেব দেবতার সমান শক্তি, তাহলেই বুঝতে পারছেন, মা তুলসী আমাদের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ।
তবে এই বাড়িতে কখনো বন তুলসী গাছ রাখবেন না, বিশেষজ্ঞরা বলছেন, তুলসী গাছ যতই আমাদের জন্য উপকারী গাছ হোক না কেন, বন তুলসী গাছ কিন্তু একেবারেই বাড়িতে রাখা উচিত না তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে, এই গাছের জন্য আপনার গৃহে নেগেটিভ শক্তি অনেক বেশি পরিমাণে আসতে পারে। আপনি নিশ্চয়ই চাইবেন না যে, আপনার সুখের সংসার ভেঙে চুরে শেষ হয়ে যায়, তাই অবশ্যই তুলসী গাছ লাগানোর সময় কতগুলো নিয়ম ও আপনাকে মেনে চলতে হবে, সেক্ষেত্রে রাম তুলসী বা কৃষ্ণ তুলসী লাগাতে পারেন কিন্তু সেই একেবারেই নয়।
তুলসী গাছ লাগানোর ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলুন –
১) তুলসী গাছের কাছে কখনো নোংরা, আবর্জনা রাখবেন না, এতে মা তুলসী অনেকটা রুষ্ট হন।
২) তুলসী গাছের আশেপাশে কখনো ক্যাকটাস জাতীয় কোন গাছ রাখবেন না, এতে আপনার জীবনে ক্ষতি হয়ে যেতে পারে।
৩) জুতো, ঝাঁটা, ঝাড়ু কখনো তুলসী গাছের পাশে রাখতে নেই।
৪) সন্ধ্যাবেলা তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজাবেন, ভুলেও কিন্তু তুলসী গাছের গোড়ায় জল ঢালবেন না সন্ধ্যাবেলা।
৫) গাছের পাতা শুকিয়ে গেলে তৎক্ষণাৎ তা তুলে ফেলে দিন, তবে কোন এদিক-ওদিকে ফেলবেন না পবিত্র কোন নদী যেমন গঙ্গায় ভাসিয়ে দিতে পারেন।
Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।