Bengali SerialHoop Plus

TRP: নতুন বছরে জগদ্ধাত্রীর সিংহাসন কেড়ে নিল স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক

বছরের শুরুতেই টিআরপি তালিকায় বড়সড় রদবদল। নতুন বছরে নতুনভাবে জনপ্রিয়তা লাভ করে ‘জগদ্ধাত্রী’-কে সিংহাসনচ্যূত করে প্রথম স্থানে এল ‘অনুরাগের ছোঁয়া’। দ্বিতীয় স্থানে নেমে এল ‘জগদ্ধাত্রী’। তৃতীয় স্থানে ‘গৌরী এলো’। চতুর্থ স্থান দখল করল ‘খেলনা বাড়ি’। তবে এবার পঞ্চম স্থানে নেমে এল ‘পঞ্চমী’। যুগ্মভাবে পঞ্চম স্থানে আরেকটি নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’।

ষষ্ঠ স্থান দখল করল নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। সপ্তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক- ‘আলতা ফড়িং’ ও ‘গাঁটছড়া’। বছরের শুরুতেও তলানিতে ‘মিঠাই’-এর জনপ্রিয়তা। জি-বাংলার এই ধারাবাহিক তালিকার অষ্টম স্থানে জায়গা পেয়েছে। নবম স্থানে আরেকটি নতুন ধারাবাহিক ‘রাঙা বউ’। দশম স্থানে এবার রয়েছে ৩ টি ধারাবাহিক- ‘সাহেবের চিঠি’, ‘এক্কা দোক্কা’ ও ‘হরগৌরী পাইস হোটেল’। একনজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা।

ধারাবাহিক

(১) অনুরাগের ছোঁয়া – ৮.৯
(২) জগদ্ধাত্রী – ৮.৫
(৩) গৌরী এলো – ৮.১
(৪) খেলনা বাড়ি – ৭.৯
(৫) বাংলা মিডিয়াম ও পঞ্চমী – ৭.৭

(৬) নিম ফুলের মধু – ৭.৪
(৭) আলতা ফড়িং ও গাঁটছড়া – ৭.১
(৮) মিঠাই – ৭.০
(৯) রাঙা বউ – ৬.১
(১০) সাহেবের চিঠি, এক্কা দোক্কা ও হরগৌরী পাইস হোটেল – ৫.৯

(১১) সোহাগ জল – ৫.৪
(১২) নবাব নন্দিনী – ৫.২
(১৩) গুড্ডি – ৪.৩
(১৪) লক্ষ্মী কাকিমা সুপারস্টার, তোমার খোলা হাওয়া ও গোধূলি আলাপ – ৩.০
(১৫) বোধিসত্ত্বর বোধবুদ্ধি – ২.৩

(১৬) শিশু ভোলানাথ – ২.১
(১৭) রাধাকৃষ্ণ – ১.০

রিয়েলিটি শো

(১) দিদি নং-১ – ৬.৩
(২) সা রে গা মা পা – ৫.৬
(৩) ডান্স ডান্স জুনিয়র – ৪.৭
(৪) রান্নাঘর – ১.১

Related Articles