whatsapp channel
BollywoodHoop Plus

Mahima Chaudhry: প্রয়াত বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরীর মা!

2023 সাল যেন আবারও পৃথিবীর বুকে ক্রমশ বিষাদময় হয়ে উঠেছে। একের পর এক দুঃসংবাদ হঠাৎই এসে আঘাত করছে মানুষের জীবনে। কিছুদিন আগেই সতীশ কৌশিক (Satish Kaushik)-এর অকালপ্রয়াণ নাড়িয়ে দিয়েছে বলিউডকে। প্রয়াত হয়েছেন নামী কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা (Mukesh Chabra)-র মা। এবার প্রয়াত হলেন মহিমা চৌধুরী (Mahima Chaudhary)-র মা। সোশ্যাল মিডিয়াতে এখনও তাঁর প্রকৃত নাম না জানা যাওয়ার ফলে মহিমার মাকে সকলে মিসেস চৌধুরী নামেই সম্বোধন করছেন।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মিসেস চৌধুরী। মহিমা ও তাঁর কন্যাসন্তান আরিয়ানা (Ariyana)-র সাথে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলেন তাঁর। মাকে হারিয়ে কার্যতঃ মানসিক ভাবে বিপর্যস্ত মহিমা। মিসেস চৌধুরী ছিলেন নেপালি মহিলা। মহিমার বাবা ছিলেন মারাঠি। মহিমার প্রকৃত নাম রীতু। পশ্চিমবঙ্গের দার্জিলিঙে তাঁর জন্ম হয়। দশম শ্রেণী পর্যন্ত কার্শিয়াঙের একটি স্কুলে পড়াশোনা করেন মহিমা। এরপর দার্জিলিঙের লরেটো কলেজে ভর্তি হন তিনি। সেই সময় মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন মহিমা। সুভাষ ঘাই (Subhash Ghai) নির্মিত ফিল্ম ‘পরদেশ’-এর মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটে তাঁর। রীতুর নাম পরিবর্তন করে ‘মহিমা’ রাখেন সুভাষ। ‘পরদেশ’-এ শাহরুখ (Shahrukh Khan) ও মহিমার জুটি সুপারহিট হয়। তবে পরবর্তীকালে মহিমার অভিনয় কেরিয়ারে এই ফিল্মের মতো সফল হতে পারেনি অন্য কোনো ফিল্ম।

কয়েক বছর আগে মহিমা নিজেও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন । কিন্তু তিনি অনুপম খের (Anupam Kher)-কে অনুরোধ করেন তাঁর লড়াইয়ের কথা সকলের সামনে আনতে। গত বছর 9 ই জুন, অনুপম জানান, তাঁর একটি ফিল্মে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেওয়ার সময় তিনি জানতে পেরেছিলেন মহিমা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত । মহিমার লড়াই অনুপমকে অনুপ্রাণিত করেছে।

বর্তমানে বিনোদন জগত থেকে বেশ কিছুটা দূরেই রয়েছেন মহিমা। তিনি আবারও কবে বড় পর্দায় ফিরবেন তা এখনও জানা যায়নি।

whatsapp logo