Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

 
Advertisements

Srabanti Chatterjee: লজ্জা শরম ছাড়াই এইভাবে হাজির শ্রাবন্তী

Avatar

HoopHaap Digital Media

Follow
Advertisements

শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) সম্প্রতি ধাক্কা খেয়েছেন আদালতে। বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন তিনি। চেয়েছিলেন সাত লক্ষ টাকা খোরপোশ। কিন্তু অপরদিকে তাঁর স্বামী রোশন সিং (Roshan Singh) শ্রাবন্তীর বিরুদ্ধে পারজারির মামলা করেছেন। ফলে আদালতের নির্দেশে খোরপোশ মামলা স্থগিত রেখে আপাতত চালানো হচ্ছে পারজারির মামলাটি। ফলে শ্রাবন্তীর বিবাহ বিচ্ছেদ আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় এখনও যথেষ্ট অ্যাকটিভ। সম্প্রতি তাঁর আরও কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।

ছবিগুলি দেখে মনে হচ্ছে, এগুলি কোনো ইভেন্টের। ছবিতে শ্রাবন্তীর পরনে রয়েছে কালো রঙের অ্যাসিমেট্রিকাল গাউন যার নিচের অংশ ট্রান্সপারেন্ট। কিন্তু উপরের অংশ লেদারের তৈরি। গাউনের নেকলাইন সামান্য ডিপ। কোমরের অংশে রয়েছে করসেট ডিজাইন। গাউনের উপরের অংশ জুড়ে রয়েছে সোনালি সিকুইনের কারুকার্য।এই পোশাকের সাথে শ্রাবন্তী পরেছেন কালো রঙের সিকুইনড জ্যাকেট। এটি থ্রি-কোয়ার্টার। পায়ে রয়েছে কালো রঙের বুটস। হালকা মেকআপ করেছেন শ্রাবন্তী। খোলা চুলে রয়েছে হালকা কার্ল। গলায় পরেছেন সোনালি রঙের লেয়ারড নেকপিস। হাতে রয়েছে সোনালি রঙের ব্রেসলেট। কানে রয়েছে সোনালি রঙের ইয়ারিং। ছবিগুলি শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, কালো রঙের প্রেমে পড়েছেন তিনি।

অভিনেত্রী প্রিয়াঙ্কা মন্ডল (Priyanka Mondal) শ্রাবন্তীর ছবিগুলির প্রশংসা করে লিখেছেন ‘হট’। পুজা ব্যানার্জী (Puja Banerjee) ছবির কমেন্ট বক্সে পোস্ট করেছেন আগুনের ইমোজি। তবে নেটিজেনদের একাংশ অবশ্যই শ্রাবন্তীর খোরপোশের মামলা নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন।

আগামী দিনে শ্রাবন্তীকে দেখা যাবে শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra) পরিচালিত ফিল্ম ‘দেবী চৌধুরানী’-র নামভূমিকায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chatterjee)-র কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’ অবলম্বনে নির্মিত এই ফিল্মে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ।

Avatar
HoopHaap Digital Media

...