Hoop PlusTollywood

Subhashree Ganguly: লাল টুকটুকে গাউনে সেজে উঠলেন শুভশ্রী, ছবি দেখে মুগ্ধ সকলে

টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মফঃস্বল এর বর্ধমান থেকে উঠে এসে টালিগঞ্জে একটা পাকাপাকিভাবে নিজের জায়গা করে নেন। কেরিয়ারের শুরু থেকেই একেবারে সবার মন জয় করেছেন শুভশ্রী। ‘পরিণীতা’ ছবিতে যেমন স্কুলছাত্রীর চরিত্র আবার তেমনই আবার ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এ এক বৃদ্ধার চরিত্রে অভিনয় করার সাহস দেখিয়েছেন তিনি।

সবেতেই তিনি সাফল্য অর্জন করেছে। একটার পর একটা সিনেমাতে একেক রকম অভিনয় করে প্রত্যেকের মন জয় করে নিয়েছেন শুভশ্রী। দর্শকমহলে একেবারে সারা ফেলে দেয় প্রত্যেকটি ছবি। সম্প্রতি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এর পাশাপাশি ‘বৌদি ক্যান্টিনে’ ও কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতিটি ছবিতেই নারী শক্তির জয়জয়কার হয়েছে। তবে শুধুমাত্র অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই এই অভিনেত্রী ঘরও সামলাচ্ছেন সমান ভাবে।

লাল টুকটুকে গাউন করে ধরা দিলেন শুভশ্রী। কখনো সাদা রংয়ের শাড়ি, কখনো স্বল্প পোশাক যেকোনো রূপেই শুভশ্রী যেন অসামান্য হয়ে ওঠেন। টুকটুকে গাউনের মাঝখানে তার সুন্দর ফর্সা পেট কিন্তু একটুখানি যেন উঁকি মারছে।

সাথে অসাধারণ মেকআপ – সাথে অসাধারণ লাগছে তার সুন্দর মেকআপ, চোখের মেকআপ ঠোঁটের মেক আপ সবমিলিয়ে লাল টুকটুকে গাউনের সঙ্গে অসাধারণ হয়ে উঠেছে তার পুরো শরীরের মেকআপ। ৬ এপ্রিল এই ছবিটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়, তারপরেই প্রশংসার বন্যা দেখা যায় গোটা কমেন্ট বক্স জুড়ে। রাজ ঘরনি আবার ইউভানের মা হয়েও তিনি যে এত সুন্দর চেহারা মেইন্টেইন করেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

Related Articles