ফের বেঙ্গল টপার ‘গাঁটছড়া’। ‘মন ফাগুনও এক ধাক্কায় উঠে এসেছে তিন থেকে দুই নম্বরে। ‘খড়ি ও পিহু’র টক্করে ‘মিঠাই’ অল্প পিছলেও একেবারে কুপোকাত হয়নি। পাঁচ থেকে উঠে এল তিন নম্বরে। সহচরী আবার ফড়িং-এর পাশের স্থানটি নিয়েছে। এদিকে ধুলোকণা চলে গিয়েছে পাঁচে। ‘উমা’কে এবার মনে ধরেনি দর্শকদের। খড়কুটোও বেপাত্তা। এদিকে ‘অনুরাগের ছোঁয়া’ পর্দায় আসতে না আসতেই দর্শকের মনে ঘাঁটি গেড়েই ফেলছে। এই সপ্তাহের টিআরপিই তার প্রমাণ। আসুন দেখে নেওয়া যাক কে কত স্কোর করল।
১.গাঁটছড়া — ৯.৭
২. মন ফাগুন — ৯.৬
৩. মিঠাই — ৯.৪
৪. আলতা ফড়িং ও আয় তবে সহচরী — ৯.১
৫. ধুলোকণা— ৮.৭
৬. অনুরাগের ছোঁয়া— ৮.২
৭. উমা — ৭.৪
৮. খুকুমনি হোম ডেলিভারি ও পিলু — ৭.৩
৯. যমুনা ঢাকি — ৭.০
১০. অপরাজিতা অপু ― ৬.৬
১১. এই পথ যদি না শেষ হয়— ৬.৩
১২. সর্বজয়া — ৬.০
১৩. গঙ্গারাম — ৫.৯
১৪. করুণাময়ী রাণী রাসমনি — ৫.৮
১৫. খেলাঘর — ৫.৫
১৬. কড়িখেলা ― ৫.৩
১৭. গ্রামের রাণী বীণাপানি — ৪.১
১৮. বরন— ৩.৭
১৯. জীবন সাথী — ৩.১
২০. জয় গোপাল — ২.৬
২১. মঙ্গলময়ী সন্তোষী মা — ২.২
২২. ফেলনা — ২.১
২৩. যোধা আকবর ― ১.২
রিয়্যালিটি শো
১. সুপার সিঙ্গার , — ৫.৯
২. দাদাগিরি— ৫.৮
৩. দিদি নং ১ (রবিবার) — ৫.৪
৪. দিদি নং ১ — ৩.৪
৫. রান্নাঘর ― ১.৪