Hoop FoodHoop Life

Cooking Tips: পোলাও-বিরিয়ানির চাল হবে ঝরঝরে, রান্নার সময় সহজ পাঁচটি টিপস মাথায় রাখুন

পুজোর সময় অনেকের বাড়িতেই বিরিয়ানি কিংবা পোলাও রান্না করেন কিন্তু অনেক সময় এই সুস্বাদু পদগুলি রান্না করতে গেলেই ভাত কিন্তু একেবারে গলে যায়। কিন্তু যদি কয়েকটা টিপস মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার বিরিয়ানি বা পোলাওয়ের ভাত একেবারে ঝরঝরে হবে, তবে এই টিপসগুলো না মানলে কিন্তু একেবারে বিপদ হয়ে যাবে।

শুধুমাত্র দুর্গাপুজোর সময় দুর্গা ঠাকুর কে পুজো করায় নয়, বাঙালির আরেকটা পুজোর বিষয় হলো পেট পুজো দুর্গাপূজো হবে, আর পেট পুজো হবে না তা তো হতেই পারেনা, তাই যারা হোটেলে গিয়ে খাওয়া-দাওয়া পছন্দ করে না তারা কিন্তু বাড়িতে একেবারে জমিয়ে রান্না করেন। কিন্তু এত কিছু রান্না করার পর যদি দেখেন বিরিয়ানি বা পোলাওয়ের চাল সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে তাহলে কিন্তু একেবারে একগাল বাঁচে তবে আর দেরি না।

১) বিরিয়ানি বা পোলাও রান্না করার সময় চাল কে অন্তত আধঘন্টা আগে জলে ডুবিয়ে রাখবেন, এতে কিন্তু ভাত একেবারে ঝরঝরে হয়ে যায়।

২) বিরিয়ানি বা পোলাও রান্না করার সময় ভাত যখন সেদ্ধ করবেন তখন সেই ভাতের মধ্যে এক ফোঁটা সরষের তেল দিয়ে দেবেন, এতে কিন্তু ভাত একেবারে ঝরঝরে হয়ে যাবে।

৩)বিরিয়ানির চাল যখন রান্না করবেন,  যখন প্রথমে সেদ্ধ করবেন, তখন অর্ধেকটা পরিমাণে সেদ্ধ করবেন। কারণ বিরিয়ানি যেহেতু দুবার হয় অর্থাৎ মাংস দিয়ে যখন ভাপে রাখবেন তখনও কিন্তু চাল সেদ্ধ হবে, সেক্ষেত্রে প্রথমেই যদি পুরোটা সেদ্ধ করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানি চাল গলে যেতে পারে।

৪) বিরিয়ানির বা পোলাওয়ের চাল যখন সেদ্ধ করবেন সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দেবেন, দেখবেন ভাত একেবারেই ছাড়া ছাড়া হয়েছে।

৫) যদি লেবুর রস নাও থাকে তাহলে এক ছিপি ভিনিগার ফেলে দিতে পারেন বিরিয়ানি আর পোলাওয়ের ভাত সেদ্ধ হওয়ার সময়, তাহলেও কিন্তু একেবারে ঝরঝরে ভাত আপনি পেয়ে যাবেন।

Related Articles