whatsapp channel
Bengali SerialHoop Plus

TRP: আরো নম্বর বাড়ল ‘জগদ্ধাত্রী’র, পিছিয়ে নেই পর্ণাও, মাসের শেষে কে রইল কোথায়!

ফেব্রুয়ারি মাসের শেষ দিনে প্রকাশ্যে এল এ মাসের শেষ টিআরপি (TRP)। ফেব্রুয়ারি জুড়ে বেশিরভাগ সিরিয়ালেই কোনো না কোনো টুইস্ট এসেছে। টিআরপির হেরফেরও দেখা গিয়েছে। তবে ‘জগদ্ধাত্রী’কে টলানো যায়নি বাংলা সেরার আসন থেকে। এ সপ্তাহে নম্বর আরো বাড়িয়ে ৯.০ টিআরপি নিয়ে প্রথম স্থানে জায়গা করেছে এই ধারাবাহিক। দু নম্বর স্থানে জায়গা পেয়েছে ‘নিম ফুলের মধু’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.৬। তারপরেই ৮.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেছে যথাক্রমে ‘গীতা LLB’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’। দুই সিরিয়ালের ঝুলিতে উঠেছে যথাক্রমে ৭.৬ এবং ৭.৫ পয়েন্ট।

ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে ‘কার কাছে কই মনের কথা’। এই সিরিয়ালটি পেয়েছে ৭.১। তারপরেই এক ধাক্কায় অনেকটা নম্বর কমে মাত্র ৬.৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ‘কথা’। অষ্টম স্থানে ৬.৩ নম্বর নিয়ে জায়গা পেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। আগের সপ্তাহ থেকেও নম্বর কমেছে এই সিরিয়ালের। নবম স্থানে জায়গা করেছে ‘সন্ধ্যাতারা’। এই ধারাবাহিক পেয়েছে ৬.১ নম্বর। আর দশ নম্বর স্থানে রয়েছে ‘তোমাদের রাণী’। ৫.৭ নম্বর পেয়েছে এই সিরিয়াল। এক নজরে সম্পূর্ণ টিআরপি তালিকা-

(১) জগদ্ধাত্রী- ৯.০

(২) নিম ফুলের মধু- ৮.৬

(৩) ফুলকি- ৮.৫

(৪) গীতা LLB- ৭.৬

(৫) কোন গোপনে মন ভেসেছে- ৭.৫

(৬) কার কাছে কই মনের কথা- ৭.১

(৭) কথা- ৬.৫

(৮) অনুরাগের ছোঁয়া- ৬.৩

(৯) সন্ধ্যাতারা- ৬.১

(১০) তোমাদের রাণী- ৫.৭

(১১) আলোর কোলে- ৫.৬

(১২) ইচ্ছে পুতুল- ৫.৫

(১৩) জল থই থই ভালোবাসা- ৫.৪

(১৪) তুমি আশেপাশে থাকলে, হরগৌরী পাইস হোটেল- ৫.৩

(১৫) লাভ বিয়ে আজকাল- ৫.০

(১৬) মিঠিঝোরা- ৪.৫

(১৭) মিলি- ৩.৫

(১৮) রামপ্রসাদ- ৩.৪

(১৯) মন দিতে চাই- ৩.৩

(২০) চিনি- ৩.১

(২১) শ্রীকৃষ্ণ লীলা- ২.৩

 

রিয়েলিটি শো

(১) দিদি নাম্বার ওয়ান- ৭.৩

(২) দাদাগিরি- ৬.০

(৩) স্টার জলসা ফিকশন- ৫.৯

(৪) ঘরে ঘরে জি বাংলা- ১.৪

whatsapp logo

Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই