রামায়ণ (Ramayan) মহাকাব্যের প্রতি মানুষের সহজাত ভক্তি, আগ্রহের কারণে একাধিক বার পর্দায় দৃশ্যায়ণ হয়েছে। সে অ্যানিমেটেড ভার্সনই হোক বা সিনেমা কিংবা সিরিয়ালের আকারে। এবার ফের বলিউডে তৈরি হতে চলেছে রামায়ণ। এখন গ্লোবাল সিনেমার যুগ এসেছে। তৈরি হচ্ছে ‘লার্জার দ্যান লাইফ’ সিনেমা। নীতেশ তিওয়ারি পরিচালিত এই রামায়ণও দর্শকদের তেমনি সিনেম্যাটিক অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। আর তাই মুখ্য চরিত্র রামের জন্য কঠোর পরিশ্রম শুরু করে দিয়েছেন অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)।
দীর্ঘ জল্পনা কল্পনা, বিতর্কের পর শেষমেষ রণবীরকেই রামের চরিত্রে কাস্ট করা হয়েছে। গত বছর রণবীরের ফিল্মি ভাগ্যও বেশ ভালো ছিল। ‘অ্যানিমাল’ হয়েছে সুপারহিট। কিন্তু সেই বিতর্কিত চরিত্র থেকে বেরিয়ে পুরুষোত্তম রাম হয়ে ওঠা, উপরন্তু দর্শকদের পছন্দসই হওয়া সহজ নয়। তার জন্য নিজের মধ্যে কী কী বদল এনেছেন রণবীর? সোশ্যাল মিডিয়ায় এই পরিবর্তনের পুরোটাই শেয়ার করেছেন সেলিব্রিটি ফিটনেস ট্রেনার শিভোহাম।
তাঁর কাছেই ফিটনেস সংক্রান্ত পরামর্শ নিচ্ছেন রণবীর। অ্যানিমাল ছবিতেও অভিনেতাকে দেখা গিয়েছে অত্যন্ত পেশিবহুল, পুরুষোচিত লুকে। কিন্তু রামায়ণের জন্য সেই উগ্রতাটা অনেকটাই কমিয়ে এনেছেন রণবীর। জিমে কঠোর পরিশ্রম করে লক্ষণীয় বদল এনেছেন তিনি শরীরে। সম্প্রতি রণবীরের আগের এবং এখনকার লুকের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শিভোহাম। সেখানেই স্পষ্ট বদল। শিভোহাম লিখেছেন, ‘বিগত তিন বছরেরও বেশি সময়ের কঠোর পরিশ্রমের ফল এটা। জীবনে শর্টকাট নিয়ে কিছুই হয় না। লক্ষ্যের প্রতি পরিষ্কার দৃষ্টি এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা জরুরি।’
প্রসঙ্গত, রামায়ণের হাত ধরে দর্শকদের সিনেমা দেখার অভিজ্ঞতাকে বড় আকার দিতে চলেছে বলিউড। রামের চরিত্রে রণবীরের পাশাপাশি সীতা রূপে দেখা যাবে সাই পল্লবীকে। আরো জানা গিয়েছে, ছবিতে রাবণের চরিত্রে নাকি দেখা যেতে চলেছে কেজিএফ খ্যাত দক্ষিণী তারকা যশকে। এছাড়া হনুমানের ভূমিকায় অভিনয় করার কথা রয়েছে সানি দেওলের। ইতিমধ্যেই অযোধ্যায় ছবির শুটিং শুরু হওয়ার খবর মিলেছে।
View this post on Instagram