Hoop News

Recruitment: বেকারত্বের জ্বালা আর নয়, NTPC-তে রয়েছে দারুন চাকরির সুযোগ, বেতন প্রায় ১ লক্ষ টাকা

যারা ভালো চাকরির খোঁজ করছেন, এনটিপিসি লিমিটেডে রয়েছে, তাদের জন্য এটি একটা সুবর্ণ সুযোগ প্রকাশ করা হয়েছে এই সংস্থার তরফ থেকে। সম্প্রতি এই সংস্থা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে অভিজ্ঞ পেশাদার নিয়োগ করা হব, এমনটাই জানিয়েছে। তার জন্য অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। তাই আপনি যদি চাকরি খোঁজেন, তাহলে অবশ্যই চটপট এখানে একটা আবেদন করে দিন।

কোন কোন পদে নিয়োগ হবে?

  • সংস্থায় নিয়োগ হবে এগজ়িকিউটিভ (বিজ়নেস ডেভেলপমেন্ট-ফিন্যান্স),
  • এগজ়িকিউটিভ (বিজ়নেস ডেভেলপমেন্ট)
  • এগজ়িকিউটিভ (বিজ়নেস ডেভেলপমেন্ট- কোম্পানি সেক্রেটারি) পদে।

মোট কটি শূন্য পদ?

মোট শূন্যপদ রয়েছে তিনটি।

আগামী কত বছেরের জন্য কর্মী নিয়োগ করা হবে?

  • আগামী তিন বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে সমস্ত পদে।
  • এই এগজ়িকিউটিভ (বিজ়নেস ডেভেলপমেন্ট-কোম্পানি সেক্রেটারি) পদ এই আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৫ বছর।
  • বাকি দু’টি পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে।

কত পারশ্রমিক?

  • এগজ়িকিউটিভ (বিজ়নেস ডেভেলপমেন্ট-ফিন্যান্স) পদে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে এক লক্ষ টাকা।
  • অন্য দিকে, বাকি দু’টি পদে নিযুক্তদের বেতন হবে মাসে ৯০,০০০ টাকা।

কত নম্বর পেতে হবে?

  • এগজ়িকিউটিভ (বিজ়নেস ডেভেলপমেন্ট) পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে বিই/ বিটেক-এ ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
  • এছাড়া মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড এ জ্ঞান থাকা ভীষণ জরুরী।
  • এর পাশাপাশি প্রয়োজন চার বছরের পেশাদারি অভিজ্ঞতা। একই ভাবে বাকি পদগুলিতে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে।

আবেদনের জন্য কত টাকা জমা দিতে হবে?

সংরক্ষিত শ্রেণিছাড়া বাকিদের প্রায় ৩০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ কবে?

আগামী ১০ই জুন সোমবার আবেদনের শেষ দিন।

Related Articles