TRP: ধারেকাছে নেই জগদ্ধাত্রী, সেরা হওয়ার হাড্ডাহাড্ডি লড়াই পর্ণা-ফুলকির, প্রথম স্থানে বসল কে!
আজ যে সিরিয়াল দর্শকদের সবথেকে পছন্দের, কাল সেই সিরিয়ালই চলে যেতে পারে বাতিলের খাতায়। টিআরপির (TRP) উত্থান পতন লেগেই থাকে সবসময়। বিশেষ করে ইদানিং টিআরপি তালিকায় কিছু বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সর্বোচ্চ টিআরপি যুক্ত সিরিয়ালের নম্বর কমেছে লক্ষণীয় ভাবে। এ সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’ এবং ‘ফুলকি’। দুই সিরিয়ালই পেয়েছে ৭.১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে ‘শুভ বিবাহ’। এই সিরিয়াল পেয়েছে ৬.৭। তৃতীয় স্থানে রয়েছে ‘কথা’। এই সিরিয়ালটি পেয়েছে ৬.৩ নম্বর। চতুর্থ স্থানে ৬.২ পয়েন্ট নিয়ে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘রোশনাই’। পাঁচ নম্বরে রয়েছে ‘উড়ান’।
ছয় নম্বরে জায়গা পেয়েছে ‘জগদ্ধাত্রী’ এবং ‘অনুরাগের ছোঁয়া’। এই দুই সিরিয়ালের প্রাপ্ত টিআরপি ৫.৯। তারপরেই সপ্তম স্থানে ৫.৭ নম্বর নিয়ে রয়েছে ‘গীতা LLB’। অষ্টম স্থানে রয়েছে স্টারের ‘বধূয়া’। এই সিরিয়ালটি পেয়েছে ৫.৩। নয় নম্বর স্থানে একসঙ্গে রয়েছে দুটি ধারাবাহিক ‘মিঠিঝোরা’ এবং ‘হরগৌরী পাইস হোটেল’। দশ নম্বর স্থানে ৪.৫ টিআরপি নিয়ে রয়েছে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’। এক নজরে দেখে ছিলেন সম্পূর্ণ টিআরপি তালিকা-
(১) নিম ফুলের মধু ও ফুলকি- ৭.১
(২) শুভ বিবাহ- ৬.৭
(৩) কথা- ৬.৩
(৪) কোন গোপনে মন ভেসেছে, রোশনাই- ৬.২
(৫) উড়ান- ৬.১
(৬) জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া- ৫.৯
(৭) গীতা LLB- ৫.৭
(৮) বধূয়া- ৫.৩
(৯) হরগৌরী পাইস হোটেল, মিঠিঝোরা- ৪.৭
(১০) ডায়মন্ড দিদি জিন্দাবাদ- ৪.৫
(১১) তোমাদের রাণী- ৪.০
(১২) কে প্রথম কাছে এসেছি- ৩.৬
(১৩) চিনি- ৩.৪
(১৪) মালাবদল- ৩.২
(১৫) পুবের ময়না- ২.৮
(১৬) শ্রীকৃষ্ণ লীলা, তুমি আশেপাশে থাকলে- ২.০
রিয়েলিটি শো
(১) দিদি নাম্বার ওয়ান- ৫.২
(২) সারেগামাপা- ৪.৯
(৩) রন্ধনে বন্ধন- ০.৭