যুগের অবসান! দীর্ঘ রোগভোগের পর প্রয়াত বাম আমলের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
জীবনাবসান পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। বৃহস্পতিবার সকাল ৮ টা ২০ মিনিটে নিজের পাম এভিনিউ এর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যু সংবাদ সংবাদ মাধ্যমের কাছে জানান সন্তান সচেতন ভট্টাচার্য। তাঁর কথা অনুযায়ী, এদিন সকালে প্রাতরাশ করার পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য। তারপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়েই পাম এভিনিউয়ের বাড়িতে পৌঁছান সচেতন ভট্টাচার্য।
দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিগত বেশ কয়েক বছর ধরে গৃহবন্দি জীবন কাটাচ্ছিলেন তিনি। কয়েকবার অসুস্থ হওয়ায় হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। জানা যাচ্ছে, বুধবার রাতেও তাঁর শ্বাসকষ্টের সমস্যার বাড়াবাড়ি হয়। রাতে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও ঠিক হয়েছিল, বৃহস্পতিবার বেলায় উডল্যান্ডস এর চিকিৎসকরা এসে তাঁকে পরীক্ষা করে যাবেন। তেমন প্রয়োজন হলে হাসপাতালেও ভর্তি করতে হবে। কিন্তু বৃহস্পতিবার সকালেই পরিস্থিতির অবনতি হয়। সূত্রের খবর, এদিন সকালে প্রাতরাশের পর চা খেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তারপরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। নেবুলাইজার দেওয়ার চেষ্টাও করা হয়েছিল তাঁকে। তখনই তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে খবর। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চিকিৎসকদের। তাঁরা এসে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
অসুস্থতার কারণে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। যদিও হাসপাতালে যাওয়ার বিষয়ে তাঁর ছিল অনীহা। ২৯ শে জুলাই আশঙ্কাজনক অবস্থায় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। বেশ কিছুদিন ভেন্টিলেশনে রাখার পর ১২ দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাঁকে। বাড়িতে ফিরেও কড়া বিধিনিষেধের মধ্যেই ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাম মহলে।
জানা যাচ্ছে, আপাতত পাম এভিনিউয়ের বাড়িতেই রাখা থাকবে তাঁর মরদেহ। তাঁকে অন্তিম শ্রদ্ধা কীভাবে জানানো হবে সে বিষয়ে আলোচনায় বসবে সিপিএম রাজ্য নেতৃত্ব। বাম আমলের দ্বিতীয় তথা শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ অনুরাগীরা।