Hoop News

লিখিত পরীক্ষা ছাড়া শুধু ইন্টারভিউ দিয়েই একাধিক শূন‍্যপদে নিয়োগ, এভাবে করুন আবেদন

চাকরির (Job) প্রয়োজন রয়েছে অনেকেরই। প্রয়োজনে কেউ চাকরি করেন, আবার কেউ কেউ ব‍্যবসা করে থাকেন। তবে বর্তমানে দেশ তথা রাজ‍্যে চাকরির আকাল স্পষ্ট। যারা একটি চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের জন‍্য রইল এই প্রতিবেদন। নিয়োগ শুরু হতে চলেছে হুগলি জেলার বিভিন্ন ব্লক এবং পুরসভায়। জেলাশাসক এবং কালেক্টরের অফিসের তরফে নিয়োগ করা হবে প্রার্থীদের। মূলত জেলার অনগ্রসর শ্রেণি এবং আদিবাসী উন্নয়ন বিভাগে হবে কর্মী নিয়োগ।

শূন‍্যপদের নাম এবং সংখ‍্যা

অ্যাডিশনাল ইনস্পেকটর পদে হবে কর্মী নিয়োগ। চুক্তিভিত্তিক কাজে নিয়োগ হবে। প্রথমে কাজের মেয়াদ হবে এক বছরের। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি পেতে পারে। মোট সাতটি শূন‍্যপদে নিয়োগ হবে।

আবেদনের জন‍্য প্রয়োজনীয় যোগ‍্যতা

ইনস্পেকটর/ এক্সটেনশন অফিসার/ ব্লক স্তরে হেড ক্লার্ক পদ বা অন‍্য পদ থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা

আবেদনকারীদের বয়স হতে হবে ৬০ থেকে ৬৪ বছরের মধ‍্যে।

বেতন সীমা

প্রতি মাসে বেতন পাওয়া যাবে ১২,০০০ টাকা।

নিয়োগ পদ্ধতি

কোনো লিখিত পরীক্ষা ছাড়া শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ‍্যমে হবে নিয়োগ। ১১ ই সেপ্টেম্বর বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় সকাল ১১ টার মধ‍্যে পৌঁছে যেতে হবে। হুগলির প্রশাসনিক ওয়েবসাইটে হোমপেজ থেকে রিক্রুটমেন্টে গেলে পাওয়া যাবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি।

Related Articles