Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2021/02/PicsArt_02-10-10.33.56_4687-975x975.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592

Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2021/02/PicsArt_02-10-10.33.56_4687-975x975.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592

Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2021/02/PicsArt_02-10-10.33.56_4687-975x975.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592
Bengali SerialHoop Plus

রানীমার মোহময়ী রূপ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে! প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায়

রানি রাসমনি! রাসমনি মানেই প্রথমে মাথায় আসে হালিশহরের মেয়ে। ১০ বছরে বাবু রামচন্দ্র দাসের সাথে বিয়ে করে লাজুক রানি পালকি করে কলকাতাতে আসেন। ধীরে ধীরে বনেদি সাজে কলকাতার গৃহিনী হয়ে ওঠেন। এখন আর বাবু রাজচন্দ্র নেই, একাই জামাইদের সাহায্যে নিজের শ্বশুরবাড়ির পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন। এখন রাসমনী মানেই গাম্ভীর্য। এখন এই ছোট্ট রানি হয়ে উঠেছেন সকলের রানি মা যে সকলের দুঃখ নিয়ে ভাবেন।

কিশোরী বালিকা থেকে বনেদি বাড়ির বধূ তারপর সিঁথিতে সিঁদুর এক গা গয়না নিয়ে বাবু রাজচন্দ্র দাসের স্ত্রী রাসমণি আর এখনকার সাদা শাড়ি মাথায় ঘোমটা দিয়ে অভিজ্ঞ বয়স্ক শ্বাশুড় রানি রাসমণি, বালিকা থেকে প্রৌঢ় সব লুকই অনুরাগীদের কাছে প্রিয় এই মেয়ে। তাই তো টিআরপিতে তিন বছরে একটু কমেনি বরং টিআরপিতে সর্বদা ১থেকে ৫ নম্বর স্থানে বিরাজমান থাকে। তাই তো এখনো তিনিই সামলে চলেছেন রাসমণির চরিত্রটি। বর্তমানে ইংরেজদের সাথে গ্রামের মানুষের সুখের জন্য জামাইদের সঙ্গী করে বিবাদ চলছে আর এতেই টিআরপি তে দ্বিতীয় স্থান দখল করে বসে আছেন দিতীপ্রিয়া।

আড়াই বছর বয়স থেকে শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয়ের সুযোগ পান দিতীপ্রিয়া। ‘করুণাময়ী রাসমনি’ ধারাবাহিকে একটানা সাড়ে তিন বছর ধরে অভিনয় করে চলেছেন এই মেয়ে। আর এই ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি স্কুলের গন্ডি পেরিয়েছেন। কলেজে পড়ার পাশাপাশি এখন ধারাবাহিক আর সিনেমা দুইতে সাবলিল ভাবে অভিনয় করছেন দিতিপ্রিয়া। বর্তমানে দিতিপ্রিয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি শুভ্রজিৎ মিত্রর ছবি ‘অভিযাত্রিক’ সিনেমাতে অভিনয় করেছেন। সত্যজিৎ রায় ‘অপু ট্রিলজি’ শেষ করেছিলেন ১৯৫৯এর অপুর সংসার-এ। ঠিক সেখান থেকেই শুরু হবে অপুর যাত্রা মানে অভিযাত্রিক। এই ছবিতে অপুর ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী আর অপর্ণার ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায়। এবার এই সিনেমা ‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২০’-তে জায়গা অপুর ট্রিলোজি ‘অভিযাত্রিক।

সম্প্রতি অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ সক্রিয়। প্রায়শই নিজের নতুন নতুন ফটোশুট নিয়ে হাজির হন সকলের প্রিয় রানীমা। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় এর হাত থেকে গ্রহণ করলেন বছরের সেরা অভিনেত্রীর পুরষ্কার। দিতিপ্রিয়া নিজেই ইন্সটাগ্রামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছবি শেয়ার করে জানিয়েছেন এই কথা।  দিতিপ্রিয়ার শেয়ার করা ছবিতে তাঁকে মাননীয় রাজ্যপালের হাত থেকে পুরস্কার নিতে দেখা যাচ্ছে।
এবার অভিনেত্রী বাঙালি সাজে তাক লাগালেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতে। সবুজ আর পিঁয়াজি রঙের মিশ্রণে একটি বেনারসী শাড়ি সাথে ম্যাচিং ব্লাউজ। শাড়ির সাথে ম্যাচিং করে গহনা,কানের দুল, বালাআর মাথায় জুঁই ফুলের খোপা। এই বাঙালি স্নিগ্ধরুপে কনের সাজে রানিমা ক্যামেরার সামনে পোজ দিলেন। ক্যাপশানে লিখলেন,”নতুন দিন সাথে নিজেকে সীমাবদ্ধতায় আর অবসরে বাঁধি”। নিমেষে ভাইরাল রানিমার এই মোহময়ী লুক।

Related Articles