Hoop Life

Laxmi Puja: পুরোহিত ছাড়া বাড়িতেই করতে পারেন লক্ষ্মীপুজো, জেনে নিন সহজ পদ্ধতি

বাড়িতে পুজোর আয়োজন শেষ। এদিকে এখনও পুরোহিতের সন্ধান পাচ্ছেন না? গৃহস্থ বাড়ির পুজোতে মাঝে মাঝেই এমন হয়। বিশেষ করে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজোতে পুরোহিতদের উপরে এত বেশি প্রেসার চলে আসে যে অনেক বাড়িতে যেতে তাদের অনেক অসুবিধা হয়। কিন্তু তাহলে কি পুজো করবেন না? একদমই নয়, আপনি কিন্তু বাড়িতে থেকেই নিজের মতো করে পুরোহিত ছাড়াই পুজো করে নিতে পারেন। তাই আর দেরি না করে চটপট দেখে নিতে পারেন।

তবে আর দেরি না করে চটপট দেখে নিন কিভাবে বাড়িতেই আচার মেনে আপনি একেবারে নির্বিঘ্নে সুন্দর করে পুজো করতে পারবেন।

কোজাগরী লক্ষ্মীপুজোর রীতি মেনে চলুন

১)পুজোর বেদীর চারপাশে ও আপনার আসনের চতুর্দিকে তিনবার ‘গঙ্গা’নাম জপ করে চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দিন এতে চারিদিকটা বিশুদ্ধ হয়ে যাবে।

২)তারপরে হাতে গঙ্গা জল নিয়ে আপনাকে একটা মন্ত্র উচ্চারণ করতে হবে।

‘অপবিত্রঃ পবিত্রোবা সর্ব্বাবস্থাং গতোহপি বা।
যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষ স বাহ্যভ্যন্তর শুচিঃ।।’

এরপর গঙ্গাজল নিয়ে তিনবার ‘নমঃ বিষ্ণু’ বলে নারায়ণকে স্মরণ করুন।

এবার পুজোর স্থানে কোষাকুষিতে জল আঁকতে হবে, তার পাশে রাখতে হবে, একটা তামার পাত্র এবার জল, জবা ফুল, দূর্বা, আতপ চাল নিয়ে ওই তামার পাত্রে ঢালতে ঢালতে সূর্যদেবকে জল অর্পণ করুন। তারপর মাটির একটি গোলমণ্ড বানিয়ে তার ওপরে ঘট স্থাপন করুন।

ঘরের সামনে একটু ধান ছড়িয়ে দিতে হবে, সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। তারপর জল ভরে ওপরে একটা আমের পল্লব রাখুন, তারপর সেই পাতার ওপরে হরতকি ফুল, দূর্বা দিয়ে দিতে হবে আম পাতায় তেল ও সিঁদুরের ফোটা দিয়ে একটা শীষ সমেত ডাব দিয়ে দিতে হবে।

এরপর মাকে আহ্বান করুন হাতজোড় করে তার উদ্দেশ্যে বলুন-

‘মা আমার গৃহে তোমার আগমন হোক, আমার গৃহে অধিষ্ঠান করো তুমি, নৈবেদ্যস্বরূপ আমার  এই সামান্য আয়োজন গ্রহণ করো।’

এবার মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র জপের পালা

ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।

সর্ব্বত পাহি মাং দেবি মহালক্ষ্মী নমস্তুতে।।

এবার মন্ত্রের মাধ্যমে মাকে আহ্বান জানান।আস্তে আস্তে প্রতিটি নৈবেদ্যেতে ফুল, বেলপাতা দিয়ে মাকে নিবেদন করুন, তারপর সবশেষে পুষ্পাঞ্জলি দেওয়ার পর্ব শুরু হবে।

নিচের মন্ত্রটি পাঠ করে তিনবার অঞ্জলি দিন। মা লক্ষ্মীর চরণে।

ওঁ নমস্তে সর্ব্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে। 

যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভুয়াত্তদর্চনাৎ।

এষ সগন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলি শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ।।

অঞ্জলি দেওয়া হয়ে গেলে হাতে দুর্বা ও ফুল নিয়ে লক্ষ্মীর পাঁচালি পাঠ করতে পারেন। পাঁচালি পাঠ শেষে তিনবার শঙ্খধ্বনি দিয়ে ষাষ্টাঙ্গে প্রণাম করে সমাপ্ত করুন পুজো।

Related Articles