whatsapp channel
Hoop Tech

স্বল্পমূল্যে বাজার কাঁপাতে আসছে জিও-র আকর্ষণীয় ফোন Jio phone 3, জানুন বিস্তারিত

টেলিকম পরিষেবা জগতে বর্তমানে উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে রিলায়েন্স জিও সংস্থা। খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর সংখ্যক গ্রাহক আকর্ষণ করেছে এই কর্তৃপক্ষ। জানা গিয়েছে চলতি মাসে Reliance-এর 43 তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে। যদিও করোনা আবহে অনলাইনেই আয়োজিত হয়েছে যাবতীয় কাজ।

সম্প্রতি শোনা গিয়েছিল খুব শীঘ্রই তারা বাজারে আনতে চলেছে মিডিয়াটেক প্রসেসরের একটি নতুন ফোন। আন্দাজ করা হচ্ছে 15ই জুলাই এই ফোনটি লঞ্চ করা হতে পারে। কারণ, আগের কয়েক বছরে বার্ষিক সভাতেই গ্রাহকদের চমক দিয়েছে এই সংস্থা।

2017 সালে প্রথমবার লঞ্চ করা হয়েছিল Jio Phone। এরপর আবার 2018 সালে Jio Phone 2 এনে সকলকে তাক লাগিয়েছিল Reliance Jio। যদিও প্রথম ফোনের দাম ছিল 1500 টাকা এবং দ্বিতীয় ফোনের দাম ধার্য করা হয়েছিল 2999 টাকা। তাই এবার আশা করা হচ্ছে এই সভাতেই লঞ্চ করা হতে পারে ফোনটি।

Jio Phone 3-তে যেসব ফিচার্স থাকতে পারে সেগুলি হল-
ডিসপ্লেঃ 5 ইঞ্চি।
অপারেটিং সিস্টেমঃ KaiOS।
প্রসেসরঃ মিডিয়াটেক।
ক্যামেরাঃ ডুয়াল রেয়ার ক্যামেরা। প্রাইমারি সেন্সর হবে 5MP।
ব্যাটারিঃ 2800 mAh।
স্টোরেজঃ 64 জিবি।
র‍্যামঃ 2 জিবি।
দামঃ আনুমানিক 4500 টাকা।

অন্যদিকে Jio Phone 2-তে যে সমস্ত ফিচার ছিল, সেগুলি হল-
ডিসপ্লেঃ 2.4 ইঞ্চি QVGA।
র‍্যামঃ 512 এমবি।
স্টোরেজঃ 4 জিবি।( Micro SD কার্ডের মাধ্যমে 128 জিবি)
ক্যামেরাঃ 2 MP রেয়ার ক্যামেরা + একটি সেলফি ক্যামেরা।
ব্যাটারিঃ 2000 mAh।
সাথে কানেক্টিভিটির জন্য LTE ব্যান্ড 3.5.40, 2G ব্যান্ড 900/1800, Wifi, GPS, FM, NFC, VOLTE।

whatsapp logo