ছোট থেকে যাকে কোলে পিঠে করে মানুষ করা যায়, তাকেই সন্তান হিসেবে ভাবতে ভালো লাগে। নাইবা হল সে পেটের সন্তান। দত্তক নিলেও সে সন্তান আবার মানুষ না হয়েও সে কোনো সারমেয় হতে পারে। সেরকমই দুটি কুকুর ছানা নিজের কাছে রাখতেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। একজনের নাম ম্যাক্স, অন্যজনের নাম চিকু।
আজ চিকু নেই। ক্যান্সারে সে গত হয়েছে। বহুদিন ধরেই চিকিৎসা করাচ্ছিলেন মিমি। তার প্রিয় সন্তানসম পোষ্যকে নিয়ে চিকিৎসা করাতে ছুটে গিয়েছিলেন চেন্নাই। সেখানে তামিলনাড়ুর ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর ডক্টর এস বালাসুব্রহ্মণ্য মিমির পোষ্যের চিকিৎসা করছেন। কিন্তু শেষ রক্ষা হল না। মাকে ছেড়ে সেই সন্তান চিকু বিদাই নিয়েছে।
চিকুর অসুস্থতা প্রসঙ্গে একসময় সোশ্যাল মিডিয়ায় মিমি লেখেন, ‘আমার ৮ বছরের বড় ছেলে ক্যানসারে আক্রান্ত। ওর শরীরে আস্তে আস্তে ক্যানসার ছড়িয়ে পড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন কোনও অস্ত্রোপচার করা সম্ভব নয়।’ মিমির এই পোস্টে অনেকেই সাড়া দেন। পোস্ট ঘিরে আসে প্রার্থনা। টলিউডের প্রায় সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা লেখেন, ‘চিকু যেন সুস্থ হয়ে ওঠে।’
View this post on Instagram
সেই চিকু বিদাই জানিয়েছে তার মাকে। এদিন মিমি দুটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। একটি চিকুর ছবি। অন্যটি চিকুকে কবর দেওয়ার। সেইসঙ্গে মিমি লিখেছেন, আমার হৃদয়ের একটা অংশ তুমি নিজের সঙ্গে করে নিয়ে গেলে। সমস্ত কষ্ট শেষ। এবার তুমি বিশ্রাম নাও। মা তোমাকে ভালোবাসে।’