Bengali SerialHoop Plus

পরনে হলুদ শাড়ি গলায় মালা, মীরাবাঈ রূপে নেটদুনিয়ায় ভাইরাল সকলের প্রিয় ‘ভুতু’

স্টার জলসায় বেশ কয়েক মাস ধরেই চলছিল আপকামিং বাংলা ধারাবাহিক ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’-র টিজার। এতদিন জানা যায়নি এই ধারাবাহিকের চরিত্রায়ণ। তবে গত তেইশে এপ্রিল থেকে ধীরে ধীরে পর্দা উঠল। দীর্ঘদিন পরে টেলিভিশনের পর্দায় বালিকা মীরাবাঈ-এর রূপে ধরা দিলেন আর্শিয়া মুখোপাধ্যায় (ashiya mukhopadhyay)। আর্শিয়াও নিজে যথেষ্ট আনন্দিত মীরাবাঈ-এর চরিত্রে অভিনয় করতে পেরে। সম্প্রতি ইন্সটাগ্রামে মীরাবাঈ-এর সাজে নিজের ছবি শেয়ার করেছেন আর্শিয়া। রাজস্থানী কায়দায় পরিহিত হলুদ শাড়ি ও ব্লাউজ এবং গলায় জুঁইফুলের মালা পরে নিরাভরণ আর্শিয়া যেন ভক্তিরসে মমৃদ্ধা মীরাবাঈ যিনি অকপটে শ্রীকৃষ্ণকে মেনে নিয়েছিলেন তাঁর স্বামী।

এর আগেও মীরাবাঈ-এর জীবন নিয়ে হিন্দিতে একাধিক ধারাবাহিক ও ফিল্ম তৈরী হয়েছে। তাঁর জীবন নিয়ে এখনও অবধি গবেষণা হয়। মীরাবাঈ-এর ভজন সঙ্গীতজগতে অনন‍্য স্থান দখল করেছে। বলিউডে মীরাবাঈ-এর চরিত্রে অভিনয় করেছিলেন হেমা মালিনী (Hema malini)।

কিন্তু কে এই মীরা? যোধপুরের প্রতিষ্ঠাতা মান্দোরের রাও যোধার পৌত্রী ছিলেন রাজকুমারী মীরা। একসময় রাণা ভোজরাজের সঙ্গে তাঁর বিয়ে হলেও মীরা কোনোদিন মন থেকে ভালোবাসতে পারেননি ভোজরাজকে। কারণ শৈশবে তিনি শ্রীকৃষ্ণকে তাঁর স্বামী বলে মেনে নিয়েছিলেন। মাত্র কুড়ি বছর বয়সে বিধবা হয়ে মীরা বৃন্দাবনে চলে যান। সেখানে রবিদাসের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন মীরা। নিজের জীবদ্দশায় শ্রীকৃষ্ণকে নিয়ে প্রায় তেরোশো ভক্তিগীতি লিখেছেন মীরা যেগুলি সঙ্গীত ঘরানার মীরার ভজন নামে পরিচিত। কিন্তু দেশে শুরু হয় ভক্তি আন্দোলন। ভক্তি আন্দোলনের সমসাময়িক সময়ে মীরাবাঈ-এর মৃত্যু নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে কারণ ঐতিহাসিকদের মতে, তাঁর মৃত্যু স্বাভাবিক ছিল না। 1547 সালে দ্বারকায় তাঁর মৃত্যু হয়। মীরাবাঈ-এর কাহিনী অবলম্বনে নির্মিত ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ খুব শীঘ্রই আসতে চলেছে স্টার জলসার পর্দায়।

Related Articles