অর্থলাভ সুখ-শান্তি বৃদ্ধি করতে বাস্তুমতে বাড়ির দিক ও সদর দরজার রঙ কেমন হওয়া উচিৎ!
বাস্তুশাস্ত্র মতে, বাড়ির ঢোকার দরজা বা সদর দরজা শুধুমাত্র প্রবেশ করা আর বাইরে বেরোনোর জন্যই নয়। এই দরজা অনেক শুভ শক্তিকে নিয়ে আসতে পারে। আবার একটু ভুল করলেই বয়ে আনতে পারে অশুভ সংকেত। তবে কয়েকটা জিনিস মেনে চললেই আপনার এই সদর দরজা দিয়েই আসতে পারে অনেক পজিটিভ এনার্জি, সুখ শান্তি এবং ধনসম্পত্তি।
দরজার দিক নির্ণয় -»
আপনার বাড়ির সদর দরজা টি মূলত উত্তর, উত্তর-পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে থাকা উচিত।
কখনোই দক্ষিণ, দক্ষিণপশ্চিম, দক্ষিণ-পূর্ব ইত্যাদি দিকে মুখ করে দরজা করা একেবারেই উচিত নয়।
দরজা তৈরীর উপকরণ -»
মূলত বাড়ির প্রবেশদ্বার কাঠ দিয়ে বানানো মঙ্গলময়।
যদি সদর দরজা দক্ষিণ দিকে হয়, তাহলে কাঠের সঙ্গে ধাতু ব্যবহার করতে পারেন।
যদি সদর দরজা উত্তর দিকে হয় তাহলে তাতে রুপালি রং ব্যবহার করতেই হবে।
সদর দরজার পরিবেশ -»
মূল দরজার আশেপাশে যেন কোন নোংরা আবর্জনা, ভাঙ্গা জিনিসপত্র না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
দরজার মধ্যে দিয়ে যেন পর্যাপ্ত আলো-বাতাস ঢোকে তার দিকেও নজর রাখতে হবে।
দরজার সামনে যেন কোন আয়না না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
সদর দরজার কাছাকাছি যেন কোন বাথরুম না থাকে সেদিকে খেয়াল রাখবেন।
সদর দরজার সামনে একটি চৌকাঠ অবশ্যই রাখবেন। বাস্তুমতে, চৌকাঠ সমস্ত অশুভ শক্তিকে শুষে নেয়।
সদর দরজার রং -»
সদর দরজার রং বাদামী, খয়েরি, সবুজ, লাল, হলুদ, কমলা ইত্যাদি হওয়া ভালো। কখনো কালো রঙ হওয়া উচিত নয়।