whatsapp channel

করোনায় দু’দিনের মধ্যেই পরিবারের দুই আপনজনকে হারালেন ‘মিঠাই’-এর সোম

করোনা ভাইরাসের জন্য পরিবার জেরবার হয়নি এমন পরিবার খুবই কম আছে। বহু মানুষ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল। এবারে করোনা ভাইরাসের জন্য পরিবারের দুজন সদস্যকে হারালেন মিঠাই ধারাবাহিকের অভিনেতা। প্রথমে…

Avatar

HoopHaap Digital Media

করোনা ভাইরাসের জন্য পরিবার জেরবার হয়নি এমন পরিবার খুবই কম আছে। বহু মানুষ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল। এবারে করোনা ভাইরাসের জন্য পরিবারের দুজন সদস্যকে হারালেন মিঠাই ধারাবাহিকের অভিনেতা।

প্রথমে হারান তার পিসিকে এরপর হারান বাবাকে। প্রথম দিকে সপরিবারে করোনা আক্রান্ত হন অভিনেতা ধ্রুব সরকার। এদিন সংবাদ মাধ্যমে অভিনেতা জানান, “বাড়ির সবার কোভিড হয়েছিল। আমারও হয়েছিল। বাবার আগে থেকেই শরীর খারাপ ছিল। কিন্তু পিসি সুস্থই ছিল মোটামুটি। কিন্তু দুজনকেই হারিয়ে ফেললাম কোভিডে।”

আপাতত শোক কাটিয়ে এবং শ্রাদ্ধ অনুষ্ঠান করে অভিনেতা ধ্রুব সরকার আগের থেকে অনেকটা স্বাভাবিক জীবনে ফিরেছেন। যদিও এই মুহূর্তে শ্যুটিং বন্ধ টলি পাড়ায়। চলছে শ্যুট ফ্রম হোম।

উল্লেখ্য, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এই উহূর্তে। করোনার দৈনিক সংক্রমণ কমছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১, ২০,০০০-র কিছু বেশি। উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। এছাড়া দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের একাধিক জেলাতেও করোনা ভাইরাসের সংক্রমণ ১০০ শতাংশ ছড়িয়েছে।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media