Hoop PlusHoop TrendingTollywood

দিদি প্রধানমন্ত্রী হলেই ঘাটাল মাস্টারপ্ল্যান সম্ভব, বন্যা পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ দেব

জল যন্ত্রণায় কাতর ঘাটাল। জলের তলায় পানীয় জলের ট্যাপ, বিদ্যুৎ পরিষেবা ব্যাহত, সাধারণ মানুষের জীবন যাত্রা হয়ে উঠেছে ভয়ঙ্কর। ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডেই এখনও জলের তলায়। বিঘার পর বিঘা কৃষি জমি এখনও জলমগ্ন। মানুষ যাতায়াত করছে নৌকায় করে। এবার এই ঘাটাল প্রসঙ্গে সুর চড়াও করলেন সাংসদ দেব MP DEV। কী বললেন তিনি?

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সংসদ দেব। তারও আগে ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানকার মানুষদের সঙ্গে কথা বলেন।দুর্গতদের পরিবারের হাতে সাহায্যেও তুলে দেন তিনি। এরপরেই প্রধানমন্ত্রীর উপর সুর চড়াও করেন তিনি।

দেবের কথা অনুযায়ী, প্রধানমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় না যাওয়া পর্যন্ত ঘাটাল এর জল যন্ত্রণা সমস্যার সমাধান হবে না। তার মতে, ঘাটাল মাস্টার প্ল্যান পাস  (Ghatal Master Plan) করতে হলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে হবে।

এদিন দেব জোর দিয়ে প্রশ্ন রাখেন যারা সোনার বাংলা গড়বে বলে রাজ্যে এসেছিল আজ তারা কোথায়? কিন্তু, ভোটে হারার পরই তাঁদের আর খোঁজ নেই। ভোটের সময় এসে বড় বড় কথা বলে চলে গেল। এটা অত্যন্ত দুঃখজনক

দেবের যেমন আর্জি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হন এবং ঘটালের উন্নয়ন হোক, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কথায় উঠে এলো, ‘এটা বৃষ্টির বন্যা নয়। এটা জল ছাড়ার বন্যা। ম্যান মেড ফ্লাড। আমি প্রধানমন্ত্রীকে বলেছি। DVC ইচ্ছেমতো জল ছাড়ছে। এটা কেন্দ্রের DVC-র খাল সংস্কার না করার ফল। এখনও দেখছেন বাজ পড়ছে। আপনারা সাবধানে থাকুন।’

Related Articles