Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Hero MotoCorp: এবার ইউরোপের বাজার কাঁপাবে ভারতের কোম্পানি Hero, চমকপ্রদ ঘোষণা সংস্থার চেয়ারম্যানের

ইলেকট্রিক এবং ফুয়েলচালিত দু’ধরনের যান নিয়ে ইউরোপের রাস্তায় নামতে চলেছে ভারতের অন্যতম বড় দুই-চাকার সংস্থা, Hero MotoCorp। আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই নজরকাড়া সাফল্যের পর এবার তাদের লক্ষ্য ইউরোপের চারটি বড় দেশ—জার্মানি, ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্য। Hero MotoCorp ঘোষণা করেছে যে, ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারে (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) ইউরোপে আনুষ্ঠানিকভাবে তাদের পণ্য বাজারে নিয়ে আসা হবে। প্রথম পর্যায়ে লঞ্চ হবে সম্পূর্ণ ইলেকট্রিক স্কুটার Vida VX2। পরে ধাপে ধাপে বাজারে আসবে ফুয়েলচালিত বাইক যেমন Xtreme 250R, Maverick 440 এবং Karizma।

এই বৃহৎ পরিকল্পনার পেছনে রয়েছে Hero-র সাম্প্রতিক আন্তর্জাতিক সাফল্য। ২০২৪–২৫ অর্থবছরে সংস্থাটি তাদের আন্তর্জাতিক বিক্রিতে ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু Vida ব্র্যান্ডের ইভি বিক্রি বেড়েছে ২০০ শতাংশ। এমন একটি সময়েই সংস্থাটি ইউরোপীয় বাজারে নিজেদের উপস্থিতি জানান দিতে প্রস্তুত। ইতিমধ্যেই ইউরোপের একাধিক দেশের জন্য ডিস্ট্রিবিউশন পার্টনার নিয়োগ করা হয়েছে এবং জার্মানিতে একটি প্রযুক্তি কেন্দ্র চালু করা হয়েছে। যার মাধ্যমে স্থানীয় বাজারের চাহিদা ও প্রযুক্তিগত সমর্থন আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।

Hero MotoCorp শুধু ইউরোপে প্রবেশেই থেমে থাকছে না, বরং গোটা ইভি ইকোসিস্টেমকে শক্তিশালী করার দিকেও মনোযোগ দিচ্ছে। Ather Energy, Zero Motorcycles এবং Euler Motors-এর মতো প্রতিষ্ঠানগুলিতে সংস্থাটি বিনিয়োগ করেছে। শুধু Euler-এই বিনিয়োগের পরিমাণ ৫১০ কোটি টাকা। ২০২৪–২৫ অর্থবছরে Hero মোট ২.৮৯ লক্ষ বাইক রপ্তানি করেছে, যা তাদের মোট রাজস্বের মাত্র ৫.৭ শতাংশ। তাই ইউরোপীয় বাজারে প্রবেশ তাদের আন্তর্জাতিক বিক্রির পরিসর আরও বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে।

 প্রাসঙ্গিক প্রশ্নাবলি:

১. Hero MotoCorp ঠিক কবে ইউরোপে বাজারে প্রবেশ করতে চলেছে?
২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারে, অর্থাৎ জুলাই–সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে সংস্থাটি ইউরোপীয় বাজারে প্রবেশ করবে।

২. প্রথম কোন মডেলটি ইউরোপে লঞ্চ হবে?
প্রথমে সম্পূর্ণ ইলেকট্রিক স্কুটার Vida VX2 ইউরোপে লঞ্চ হবে।

৩. আন্তর্জাতিক বিক্রিতে Hero কতটা বৃদ্ধি পেয়েছে?
২০২৪–২৫ অর্থবছরে Hero-র আন্তর্জাতিক বিক্রি ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

৪. ইভি ইকোসিস্টেম গঠনে Hero কোন কোন সংস্থায় বিনিয়োগ করেছে?
Hero Ather Energy, Zero Motorcycles এবং Euler Motors-এ বিনিয়োগ করেছে, Euler-এ ৫১০ কোটি।

৫. রপ্তানির অঙ্ক এবং তা রাজস্বে কত শতাংশ?
২০২৪–২৫-এ মোট ২.৮৯ লক্ষ বাইক রপ্তানি হয়েছে, যা রাজস্বের ৫.৭ শতাংশ।