Lifestyle: অর্থনৈতিক উন্নতির পাশাপাশি হবে স্বাস্থ্যন্নোতি, মেনে চলুন এই ১০টি বাস্তু টিপস
বাড়ি তৈরি করার সময় অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হবে। না হলে কিন্তু আপনার জীবনে অনেক খারাপ সময় নেমে আসতে পারে। তাই যদি সম্ভব হয় মেনে চলুন এই দশটি সহজ বাস্তু টিপস।
১) ঘরের প্রধান দরজা গায়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে, এটি আপনার ঘরের মধ্যে শুভ বার্তা বয়ে আনতে সাহায্য করবে।
২) প্রধান দরজাটির কাছে আপনাকে গণেশ, লক্ষ্মীর মূর্তি রাখতে হবে এটি আপনার জন্য অত্যন্ত শুভ।
৩) ঘরের প্রবেশদ্বার কে অবশ্যই প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য হতে হবে। এই ভাবেই আপনাকে তৈরি করতে হবে।
৪) প্রবেশদ্বার এর সামনে কখনো ময়লার কিছু পাত্র রাখা উচিত নয়, ডাস্টবিনকে সব সময় গৃহের পিছন দিকে অর্থাৎ সহজে চোখে পড়বে না, এমন জায়গায় রাখা উচিত।
৫) দরজা জানালার রং সবসময় হালকা হওয়া উচিত। কালো বা কোন রঙের দরজা-জানলা একেবারেই হওয়া উচিত নয়।
৬) দক্ষিণ-পূর্ব দিকে কখনোই রান্নাঘর হওয়া উচিত নয়, এতে আপনার বাড়িতে সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে।
৭) বাড়ির উত্তর-পূর্ব দিকে ঠাকুর ঘর হওয়া উচিত। আর ঠাকুরের মুখ রাখতে হবে উত্তর দিকে। এইভাবে নিয়ম মেনে ঠাকুর ঘর তৈরি করতে হবে।
৮) বাড়ির সামনে যদি বাগান থাকে, তাহলে অবশ্যই সুগন্ধি ফুলের গাছ লাগাতে পারেন। কোন কাঁটা গাছ লাগাবেন না।
৯) বাড়ির উত্তর দিকের কোনোভাবেই সিঁড়ি করবেন না।
১০) আপনার বেডরুমে এমনভাবে আয়না রাখা উচিত নয় যাতে আয়না থেকে বিছানা সরাসরি দেখা যায়।