Skin Care: ত্বক হবে দুধের মতো ফর্সা, বাড়িতে বানিয়ে মেখে ফেলুন নাইট ক্রিম ময়েশ্চারাইজার
শীতকালে ত্বক ফর্সা করার জন্য আমরা কত কিছুই না করে থাকি, কত ব্র্যান্ডেড কোম্পানি নামি দামি ক্রিম কিনে আমরা চাই আমাদের ত্বক একেবারে ফর্সা এবং মসৃণ হয়ে যাবে। কিন্তু এই ধরনের ব্র্যান্ডেড ক্রিম অথবা বাজারচলতি যে কোন ক্রিম তৎক্ষণাৎ ফর্সা করতে সাহায্য করে কিন্তু পরবর্তীকালে ত্বকের একেবারে দফারফা হয়ে যায়। জেনে নিন Hoophaap এর পাতায় অসাধারণ বিউটি টিপস। এর জন্য প্রয়োজনীয় উপকরণ গুলি জেনে নিন –
উপকরণ –
কমলা লেবুর রস ১ কাপ
ভিটামিন ই ক্যাপসুল চারটি
নারকেল তেল ৪ টেবিল চামচ
গ্লিসারিন ১ টেবিল চামচ
অ্যালোভেরা জেল ৩ টেবিল চামচ
একটি কাঁচের পাত্রের মধ্যে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে পুরো মিশ্রণটি ক্রিম এর মতন হয়ে যাবে। তারপর একটি ছোট কৌটোর মধ্যে ঢেলে রাখতে হবে। তারপর মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করতে পারলে খুবই ভালো হয়, কাঁচা দুধের সঙ্গে সামান্য কমলালেবুর খোসা গুঁড়ো মিশিয়ে মুখে স্ক্রাব করে নিতে পারেন। তারপরে আঙুলের ডগায় নিয়ে ভালো করে নাকের ওপর, নাকের দুই পাশে, থুতনিতে, ঠোঁটের দুই পাশে, গালে এই ভাবে সুন্দর করে এই সমস্ত জায়গাতে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। এটি যদি পরপর সাত দিন করতে পারেন তাহলে দেখবেন আপনার ত্বক কত সুন্দর হয়ে গেছে।