Hoop Life

আজ রাখি পূর্ণিমা তিথি, জেনে নিন আজকের দিনটির শুভ মুহূর্ত

২০২০ সালের রাখি উৎসব পালিত হতে চলেছে এতে ৩রা আগষ্ট, সোমবার। করোনা ভাইরাস এর মধ্যেও ভাই-বোনরা তোড়জোড় করছে কি করে উৎসব পালন করা যায়। দেখা যদি নাই করা যায় তাহলেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উপহার দেওয়া নেওয়ার কথা অনেকেই ভেবে রেখেছেন। চলুন জেনে নিই রাখীবন্ধনের শুভ মুহূর্ত-

রাখি বন্ধন এর শুভ মুহূর্ত সকাল ৯.২৭ মিনিট – রাত ৯.২৭ পর্যন্ত। রাখি বন্ধন এর প্রাদোষ মুহূর্ত – সন্ধ্যা ৭.১০ মিনিট – ৯.১৭ মিনিট। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, রবিবার অর্থাৎ ২রা আগস্ট পূর্ণিমা তিথি পড়ে যাচ্ছে।

রাখি বন্ধনের কথা উঠলেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে যায় বাঙালির দিন হিসেবে একে অপরের হাতে বেঁধে দিয়েছিল হলুদ সুতো আর তারপর থেকেই সেই দিনটি রাখি বন্ধন দিন হিসাবে পালন করার জন্য আহ্বান জানিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

Related Articles