Bengali SerialHoop Plus

Khorkuto: দুপুরের স্লটে গিয়েও বাজছে বিপদের ডঙ্কা! তবে কি শেষের পথে ‘খড়কুটো’?

‘খড়কুটো’-র উপর অশনি সংকেত-এর তলোয়ার ঝুলছেই। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’-র টিআরপি নামতে নামতে সেরা দশের তালিকা থেকে কয়েক সপ্তাহ আগেই বেরিয়ে গিয়েছে। সম্প্রতি বদলে দেওয়া হয়েছে ‘খড়কুটো’-র সম্প্রচারের সময়। প্রাইম স্লট হারিয়ে ‘খড়কুটো’ দুপুর আড়াইটের স্লটে সম্প্রচারিত হচ্ছে।

এর আগে দেখা গেছে, যতগুলি সিরিয়াল প্রাইম স্লট থেকে সরিয়ে দুপুরের স্লটে আনা হয়েছে, সবকটিই কয়েকদিনের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ‘খড়কুটো’ নিয়েও দর্শকদের মধ্যে জেগেছে একই প্রশ্ন। ‘খড়কুটো’ অনুরাগীদের একাংশের অভিযোগ 7+ টিআরপি ধরে রাখা সত্ত্বেও কেন সিরিয়ালটির কাছ থেকে ছিনিয়ে নেওয়া হল প্রাইম স্লট! নেটিজেনদের একাংশ মনে করছেন, জি বাংলায় সন্ধ্যা সাড়ে সাতটার সময় সম্প্রচারিত ‘যমুনা ঢাকি’-র সঙ্গে লড়াইয়ে জিততে না পেরেই চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। ‘খড়কুটো’-র স্লটে সম্প্রচারিত হচ্ছে নতুন ধারাবাহিক ‘আলতা ফড়িং’।

গত কয়েক মাস ধরে টিআরপি তালিকায় দ্বিতীয় অথবা তৃতীয় স্থানে থাকছে ‘যমুনা ঢাকি’। সেখানে সেরা দশেই নেই ‘খড়কুটো’। সৌজন্য ও গুনগুনের সম্পর্কের রসায়ন দর্শকদের মনোরঞ্জন করতে পারছে না বলেই মনে করা হচ্ছে। বারবার অভিযোগ উঠেছে গুনগুনের অতি-অভিনয়ের দিকে। চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) এই বিষয়ে এখনও মুখ খোলেননি।

কয়েকদিন আগেই শেষ হয়ে গিয়েছে জি বাংলার ‘কৃষ্ণকলি’, শেষ হয়ে গিয়েছে স্টার জলসার ‘শ্রীময়ী’। পুজোর আগে-পরে শেষ হয়ে গিয়েছে ‘দেশের মাটি’ ও ‘সাঁঝের বাতি’। তাহলে কি এবার এই তালিকায় নাম লেখাতে চলেছে ‘খড়কুটো’?

Related Articles