অফিস ভাঙচুরকে অবৈধ বলে আদালতে ক্ষতিপূরণের দাবি কঙ্গনার
গত ৯ সেপ্টেম্বর কঙ্গনার মুম্বই আসার দিনই অভিনেত্রীর বান্দ্রাস্থিত অফিসের কিছু নির্মাণ অবৈধ অভিযোগে বিএমসি কর্তৃক তড়িঘড়ি চালানো হয় ভাঙচুর। অবশ্য বম্বে হাইকোর্ট থেকে বিএমসির এই কাজে বাধা দেওয়া হয়। সেদিন থেকেই এটা মহারাষ্ট্র সরকারের প্রতিশোধ বলে জানিয়েছিলেন কঙ্গনা। পাশাপাশি এর বিরুদ্ধে কোর্টে যাওয়ারও হুমকি দেন তিনি।
অবশেষে বিএমসির এই ভাঙচুরের ক্ষতিপূরণ চেয়ে আদালতে যাচিকা দিয়েছেন অভিনেত্রী। যাচিকাতে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে কঙ্গনা বলেন– সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই বিএমসিকে দিয়ে তাঁর অফিসে ভাঙচুর চালানো হয়েছে।
পাশাপাশি যাচিকাতে এও জানানো হয়েছে যে অফিসের কাঠামোগত কিছু মেরামতের জন্য বিএমসির থেকে অনুমতি চাওয়া হয়েছিল এবং ২০১৮ সালে অনুমতিও দিয়ে দেয় বিএমসি। বিএমসির এই ভাঙচুরকে অবৈধ বলে যাচিকায় ক্ষতিপূরণস্বরূপ ২ কোটি টাকা চেয়ে আবেদন জানানো হয়েছে। এর শুনানি আগামী ২২ সেপ্টেম্বর স্থির হয়েছে।