TRP: ‘মিঠাই’ কিংবা ‘গাঁটছড়া’ নয়, প্রথমবার শীর্ষস্থানে এই ধারাবাহিক, রইলো টিআরপি তালিকা
বিশাল পরিবর্তন চলে এলো এই সপ্তাহে টিআরপিতে। গত সপ্তাহের ধারা বজায় রেখে এই সপ্তাহের প্রত্যেকটি ধারাবাহিকের নিম্নমুখী রেটিং। আইপিএলের কারণে কোনো ধারাবাহিকই বিশেষ সুবিধা করতে পারছে না। তবে এই সপ্তাহের সবথেকে বড় চমক হলো বেঙ্গল টপার ধুলোকণা। এই প্রথমবার বাংলার শীর্ষস্থানের শিরোপা ধুলোকণার হাতে। ফুলঝুরি লালনের বিয়েতে চড়ুইয়ের ষড়যন্ত্র মানুষ বেশ ভালোভাবেই নিয়েছে তা বোঝা যাচ্ছে। ধুলোকণা যে প্রথমে উঠে আসবে তা টেলিপাড়ার কেউই কল্পনা করতে পারেনি। তবে খুবই সামান্য ব্যবধানে পিছিয়ে রয়েছে মিঠাই এবং গাঁটছড়া। দুজনেই যুগ্ম দ্বিতীয়। এই সপ্তাহের মতো খুব কম সপ্তাহেই ধারাবাহিকের মধ্যে এরকম হাড্ডাহাড্ডি লড়াই হতে দেখা গিয়েছে। তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো। গত সপ্তাহের থেকে রেটিং কমে চতুর্থ স্থান অধিকার করেছে আলতা ফড়িং। পঞ্চম স্থানে অনেকটা রেটিং কমে যুগ্মভাবে রয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার এবং অনুরাগের ছোঁয়া।
মন ফাগুন আবারও তীব্র লড়াইয়ের ইঙ্গিত দিল লক্ষ্মী কাকিমা সুপারস্টারকে। তবে সেরা পাঁচে অপরাজিতার লক্ষ্মী কাকিমা সুপারস্টার জায়গা ধরে রাখতে পেরেছে। ওদিকে উড়ন তুবড়িকে বেশ ভালো ব্যবধানে হারাতে সক্ষম হয়েছে রাজ চক্রবর্তীর গোধূলি আলাপ। এই সপ্তাহের টিআরপি নিরিখে কে কোথায় দাঁড়িয়ে দেখে নেওয়া যাক।
১. ধুলোকণা- ৮.১
২. মিঠাই ও গাঁটছড়া- ৮.০
৩. গৌরী এলো – ৭.৯
8. আলতা ফড়িং- ৭.৭
৫. লক্ষ্মী কাকিমা সুপারস্টার ও অনুরাগের ছোঁয়া ও উমা – ৬.৯
৬. মন ফাগুন- ৬.৮
৭. পিলু- ৬.২
৮. আয় তবে সহচরী- ৬.১
৯. আমাদের এই পথ যদি না শেষ হয়- ৫.৬
১০. সর্বজয়া – ৫.৪
১১. খুকুমণি হোম ডেলিভারি- ৪.৯
১২. গঙ্গারাম,কড়ি খেলা ও গোধূলি আলাপ – ৪.৪
১৩. উড়ন তুবড়ি- ৩.৪
১৪. গুড্ডি ও গ্রামের রানী বীণাপাণি – ৩.০
১৫. যমুনা ঢাকি – ২.৯
১৬. জয় গোপাল-২.১
১৭. মঙ্গলময়ী সন্তোষী মা – ২.০
১৮. খেলাঘর – ১.৬
রিয়্যালিটি শো
১. দাদাগিরি – ৫.০
২. ইস্মার্ট জোড়ি – ৪.১
৩.দিদি নাম্বার ওয়ান – ২.৮
৪.আপনি কি বলেন-২.৫
৫.রান্নাঘর – ১.২
দুপুরের ধারাবাহিক
১.খড়কুটো- ২.৬