BollywoodHoop Plus

Bhagyashree: শ্বশুরবাড়ির সদস্যদের জন্যই শেষ হয়ে গিয়েছিল অভিনেত্রী ভাগ্যশ্রীর কেরিয়ার!

মেয়েরা বোধ হয় বরাবর নিজেদের ব্যক্তিগত জীবনের সমস্যাগুলি লুকিয়ে রাখতে পছন্দ করেন। বলিউড তারকারাও ব্যতিক্রম নন। তাঁরা যত উচ্চতায় থাকুন না কেন, সকলেই মনে করেন, সমস্ত সমস্যা লুকিয়ে রাখলে বুঝি তাঁদের সম্মান বজায় থাকবে। কিন্তু সমস্যা লুকিয়ে রাখলে কোনোদিন তার সমাধান হয় না। এর আগে ‘হুপহাপ’ (HOOPHAAP)-এর একটি প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করা হয়েছিল, ভাগ্যশ্রী (Bhagyashree)-র বলিউড কেরিয়ার শেষ হয়ে যাওয়ায় আদৌ তাঁর শারীরিক অসুস্থতার কোনো ভূমিকা ছিল কিনা! এবার ভাগ্যশ্রী নিজেই জানালেন, তাঁর কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পিছনে রয়েছে তাঁর শ্বশুরবাড়ির হাত।

‘ম্যায়নে পেয়ার কিয়া’ ভাগ্যশ্রীর ভাগ্যকে নিয়ে গিয়েছিল স্টারডমের শীর্ষে। রাজপরিবারের কন্যা ভাগ্যশ্রী কার্যতঃ বলিউডের রানীর সিংহাসনে বসতে পারতেন। কিন্তু হঠাৎই অন্তরালে চলে যান তিনি। একসময় ভাগ্যশ্রী বলেছিলেন, শারীরিক অসুস্থতার কারণে কেরিয়ার থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। এবার সামনে এল প্রকৃত কারণ। অন্যান্য বলিউড নায়িকাদের তুলনায় ভাগ্যশ্রীর বিয়ে একটু তাড়াতাড়ি হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকে স্বামী হিমালয় (Himalaya)-এর রক্ষণশীল মনোভাবের সম্মুখীন হন তিনি। হিমালয় নিজে প্রযোজক হলেও অন্য নায়কদের সঙ্গে ভাগ্যশ্রীর প্রেমের দৃশ্যে আপত্তি ছিল তাঁর। তিনি ভাগ্যশ্রীকে জানিয়ে দেন, তাঁর প্রযোজিত ফিল্ম ছাড়া অন্য কোনও ফিল্মে অভিনয় করতে পারবেন না ভাগ্যশ্রী।

কিন্তু বিশাল বড় মাপের প্রযোজক ছিলেন না হিমালয়। ফলে তাঁর ফিল্মগুলি বক্স অফিসে চূড়ান্ত অসফল হলে আর ঘুরে দাঁড়াতে পারেননি তিনি। এই কারণে ভাগ্যশ্রীও হারিয়েছিলেন নিজের স্টারডম। কিন্তু শ্বশুরবাড়ির সদস্যরাও চাইতেন না, ভাগ্যশ্রী বলিউডে অভিনয় করুন। সাম্প্রতিক সাক্ষাৎকারে ভাগ্যশ্রী জানিয়েছেন, বাড়ির বাইরে বলিউডে তাঁর একটা জীবন আছে, তা শ্বশুরবাড়ির কেউই বুঝতে চাইতেন না। যে মুহূর্তে ভাগ্যশ্রী বাড়িতে পা রাখতেন, তাঁকে গৃহবধূর যাবতীয় দায়িত্ব পালন করতে হত। দুই দিক একসাথে সামলাতে পারছিলেন না তিনি।

পরবর্তীকালে আবারও বেশি বয়সে ছোট পর্দায় ফিরেছেন ভাগ্যশ্রী। কিন্তু এখনও নিজের স্টারডম হারানোর কথা ভাবলে আফশোস হয় তাঁর। বর্তমানে তাঁর কন্যা অবন্তিকা (Avantika) ও পুত্র অভিমন‍্যু (Abhimanyu) মায়ের পথে হেঁটে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন।

Related Articles