Lifestyle: চাকরিতে সমস্যা? চেষ্টা করেও প্রমোশন হচ্ছে না? ৫ টোটকায় সমাধান মিলবে
চাকরিতে সমস্যা? অনেক কিছু চেষ্টা করেও চাকরিতে কিছুতেই প্রমোশন হচ্ছে না? কিংবা কোনো কারণে চাকরি করছেন অথচ টাকা জমাতে পারছেন না? তাহলে আপনার বাড়ির মধ্যে কিছু গলদ রয়েছে আসুন দেখে নিই কি করে চাকরির সমস্যা দূর করে আপনি আপনার অর্থনৈতিক সমস্যা কি ঠিক করতে পারেন।
১) যদি বাড়িতে কোনও ভাঙা আসবাব থাকে, তাহলে রাখবেন না। বাড়ি থেকে ফেলে দেবেন অথবা সারিয়ে নেবেন। না হলে, নেগেটিভ শক্তিতে ভরে যাবে আপনার ঘর। ভাঙা আসবাব ঘরে রাখলে আপনি কোনো দিন চাকরি তে উন্নতি করতে পারবেনা এমনটা বাস্তুশাস্ত্রবিদরা মনে করেন।
২) চাকরির সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করুন। জ্যোতিষ বিজ্ঞানীরা মনে করেন, গায়ত্রী মন্ত্র আপনার জীবনের সমস্ত সমস্যা কি মিটিয়ে ফেলবে এক মিনিটের মধ্যে।
৩) আপনার পড়াশোনা করার টেবিল অথবা যেখানে বসে আপনি কাজ করেন, সেই টেবিল পূর্বদিকে হওয়া অত্যন্ত বাঞ্ছনীয়। তাই যারা পড়াশোনা করছেন পড়াশোনা করে চাকরি পেতে চাইছেন, তারা অবশ্যই এটা মেনে চলুন।
৪) যাদের পক্ষে পূর্বদিকে টেবিল প্রতিস্থাপন করা সম্ভব না তারা অন্তত পড়তে বসার সময় পূর্ব দিকে মুখ করে পড়তে বসতে পারেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ।
৫) যাদের পক্ষে পূর্ব দিকে মুখ করে পড়তে বসা অসম্ভব, তারা টেবিলের ওপরে একটি কাঁচের গ্লাসের মধ্যে জল রাখবেন এবং সেটি রেখে পড়তে বসবেন, বাস্তু বিজ্ঞানীরা মনে করেন এই জল আপনার ঘরের সমস্ত নেগেটিভ শক্তিকে নিজের দিকে রেখে দেয়।
তবে অনেকেই ভাবেন এগুলি কুসংস্কার। এগুলো কিন্তু কোনোভাবেই কুসংস্কার নয়, কুসংস্কার যদি ভাবেন তাহলে এইটা আপনার জন্য নয়। বাস্তু বিজ্ঞানীরা যা বলছেন তা যদি একবার করে দেখেন তাহলেই কিন্তু হাতেনাতে ফল পাবেন।