whatsapp channel
Bengali SerialHoop Plus

Uron Tubri : সিঁদুর পরানোর সেই একঘেয়ে প্লট, ‘উড়ন তুবড়ি’র প্রোমো দেখে বিরক্ত নেটিজেনরা

সদ্য শুরু হয়েছে ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’। এরইমধ্যে, স্লটের ব্যাপক পরিবর্তন। আগামী ১৬ই মে থেকে রাত ১০টায় অর্থাৎ, ‘এই পথ যদি না শেষ হয়’-এর সময়ে দেখা যাবে ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri). এদিকে, উড়ন’ তুবড়ি’র স্লটে দেখা যাবে পিলু ও আহিরের গল্প। প্রসঙ্গত, জি বাংলায় ইতিমধ্যে একাধিক ধারাবাহিক এন্ট্রি নিয়েছে। ফলে, সময়ের বিস্তর পরিবর্তন হয়েছে।

মুলত, তিন বোনের গল্প নিয়ে তৈরি ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri)। এই গল্প আসলে জনপ্রিয় কন্নড় ধারাবাহিক ‘পুত্তকখানা মাক্কালুর’ (Puttakkana Makkalu) রিমেক। ঐটি সম্প্রচার হয় জি কন্নডা চ্যানেলে।

যাইহোক, বাংলার গল্পে অভিনয়ে রয়েছেন লাবনী সরকার (Laboni Sarkar) সহ সুকন্যা বসু (Sukanya Basu), সোহিনী বন্দ্যোপাধ্যায় (Sohini Banerjee) এবং সৌমি চট্টোপাধ্যায় (Soumi Chatterjee)। এছাড়াও রয়েছেন ঋতুপর্ণা সেন অর্থাৎ ঋ (Rituparna Sen), অভিজিৎ গুহর (Abhijeet Guha) মতো গুণী শিল্পীরা।

সম্প্রতি, নতুন প্রোমো দেখা যাচ্ছে টেলিভিশনের পর্দায়। যেই প্রোমোতে দেখা যাচ্ছে তুবড়ি র বিয়ে হতে যাচ্ছে, ঠিক সেই সময় নায়ক এন্ট্রি নিয়ে সিঁদুর পরিয়ে দেয়। ব্যাস, এমন প্রোমো দেখে দর্শকরা বিরক্ত। তাদের মতে সেই একঘেঁয়ে পচা কাহিনী। কেউ কেউ ধারাবাহিকের প্রোমো নিয়ে নেগেটিভ মন্তব্য করেছেন, কেউ কেউ আবার জি বাংলার ধারাবাহিকের ক্যাটাগরি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। কথা ছিল, সম্পর্কের জটিলতা ও জীবনযুদ্ধের গল্প বলবে ‘উড়ন তুবড়ি’। কিন্তু, সেই এক ঘেঁয়ে গল্পে টিআরপি কমতে শুরু করেছে, পাশাপাশি দর্শকরাও নেতিবাচক কমেন্ট তুলে ধরছে ধারাবাহিকের গল্পের মোড় ঘিরে।

whatsapp logo